পৃষ্ঠাসমূহ

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ৩য় পর্ব

মানুষের তার নিজের  জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা । 
শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।

studenttipsall.blogspot.com


বাংলাদেশের নদ-নদী

** বাংলাদেশের প্রধান নদ-নদীর নাম -
= পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপূত্র, কর্ণফূলী, সুরমা, মধুমতি ।
** শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা-
=২৩০ ।
** বাংলাদেশের দৈর্ঘ্যতম নদী-
= মেঘনা (৩৩০ কি.মি.) ।
**বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম  নদী ।
= সুরমা (২৪৫ কি.মি.) ।
** বাংলাদেশের দীর্ঘতম নদ-
= ব্রহ্মপুত্র ।
** বাংলাদেশের খরস্রোতা নদী-
= কর্ণফুলী।
** বাংলাদেশের প্রশস্ত নদী । 
= মেঘনা (১৩,০০০ মিটার) ।
** বাংলাদেশে ও মায়ানমারকে বিভক্তকারী নদী ।
= নাফ ।
** নাফ নদীর দৈর্ঘ্য ।
= ৬৪ কি.মি.
** বাংলাদেশে ও ভারতের বিভক্তকারী নদী ।
= হাড়িয়াভাঙা নদী ।
** উৎপত্তিস্থলে মেঘনার নাম ।
= বরাক নদী ।
** দুই ভাগে বিভক্ত হয়ে মেঘনা কি কিন নামে প্রবাহিত হয় ।
= সুরমা ও কুশিয়ারা ।
** বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ।
= বুড়গিঙ্গা ।
** বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী  ।
= হালদা ও সাঙ্গু ।
** কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ।
= কর্ণফুলী নদীর উপর ।
** কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থপিত ।
= ১৯৬২ সালে ।
** কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে ।
= কর্ণফুলী নদীতে ।
** বাংলাদেশে মোট অভিন্ন বা আন্তঃ সীমান্তনদী ।
= ৫৮টি ।
** ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী ।
= ৫৫টি ।
** ভারত হতে বাংলাদেশে  আসা নদী ।
= ৫৫টি ।
** বাংলাদেশের আন্তর্জাতক নদীর সংখ্যা ।
= ১টি (পদ্মা/গঙ্গা)
** মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী ।
= ৩টি (নাফ, মাতামুহুরী ও সাঙ্গু )
** বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ।
= ধলেশ্বরী ।
** মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে ।
= সিলেট ।
** ব্রহ্মপূত্র নদী কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে ।
= কুড়িগ্রাম ।
** তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার মধ্যদিয়ে ।
= নীলফামারী জেলা ।
** ব্রক্ষপুত্র নদীর প্রধা শাখার নাম ।
= যমুনা ।
** বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে যে নদীর নাম অনুসারে ।
= ফেনী ।
** পদ্মা ও যমুনা মিলিত হয়েছে  যেখানে ।
= গোয়ালন্দ ।
** পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে যেখানে ।
= চাঁদপুরে ।
** সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে যেখানে ।
= ভৈরব ।
** পদ্মা নদীর উৎপত্তি ।
= হিমালয় পর্বতের গঙ্গাত্রী হিমবাহ থেকে ।
** মেঘনা নদীর উৎপত্তি ।
=আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণে লূসাই পাহাড় ।
** ব্রাহ্মপুত্র নদীর উৎপত্তি ।
= তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ।
**  কর্ণফুলী নদীর উৎপত্তি ।
= মিজোরামের লুসাই পাহাড় ।
** করতোয়া নদীর উৎপত্তি ।
= সিকিমের পর্বত অঞ্চল ।
** সাঙ্গু নদীর উৎপত্তি ।
= মায়ানমার - বাংলাদেশের সীমানার আরাকান পাহাড়  থেকে ।
** ফেনী নদীর উৎপত্তি ।
= পার্বত্য ত্রিপুরা পর্বত ।
** তিস্তা নদীর উৎপত্তি ।
= সিকিমের পর্বত অঞ্চল ।

তো চোখ রাখুন টিউন টলতে থাকবে । দেখা হবে আগামী পর্বে । .................................................।

কোন মন্তব্য নেই: