পৃষ্ঠাসমূহ

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ২য় পর্ব

মানুষের তার নিজের  জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা ।  মানুষের সেই লক্ষকে আরো সুদৃঢ়ো করার জন্য শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।


http://studenttipsall.blogspot.com/2014/11/knowledgegeneral-knowledge-common-sense.html

বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় (The Identity of the Bangladesh)

** সরকারি নাম।
= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (The people's Republic of Bangladesh)
** বাণিজ্যিক রাজধানী।
= চট্টগ্রাম।
** জাতীয় প্রতীক।
= উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথার পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইট করে তারকা।
** ভাষা।
= রাষ্ট্রভাষা বাংলা।
** আয়তন।
=১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
** সীমানা।
= উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
** স্থল সীমা।
= ৪৪২৭ কিলোমিটার/৪৭১২ কিলোমিটার।
** জল সীমা।
= ৭১১ কিলোমিটার/২৮৩ কিলোমিটার।
** সীমান্তবর্তী দেশ।
= ২টি(ভারত ও মিয়ানমার)
** ভারতের সাথে সীমান্ত।
= ৪,১৫৬ কিলোমিটার/৩,৭১৫ কিলোমিটার।
** মিয়ানমারের সাথে সীমান্ত।
= ২৭১ কিলোমিটার/২৮৩ কিলোমিটার।
**ভূ-প্রকৃৃতি।
= বাংলাদেশের ভূ-প্রাকৃতি তিন ভাগে বিভক্ত- ১. পাহাড়ী এলাকা, ২. সোপন অঞ্চল, ৩. প্লাবন ভূমি বা পাললিক সমভূমি অঞ্চল।
** সরকার পদ্ধতি।
= সংসদীয় পদ্ধতির সরকার। গণতান্ত্রিক ব্যবস্থা, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এর নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে ৩০০ জন নির্বাচিত প্রতিনিধি থাকে। মোট আসন ৩৫০টি।
** মোট জনসংখ্যা ।
= ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন(৫ম আদমশুমারি-২০১১)। পুরুষঃ ৭ কোটটি ৬৩ লক্ষ ৫০ হাজার ৫১৮ জন। মহিলাঃ ৭ কোটি ৬১ লক্ষ ৬৭ হাজার ৪৯৭ জন।
** নারী ও পুরুষের অনুপাত।
= ১০০ : ১ ০০.৩
** মানুষের গড় আয়ু।
= ৬৭.২ বছর ।
** শিক্ষার হার ।
= ৫১.৮%।
** গড় মাথাপিচু আয়।
= +৮৪৮ মার্কিন ডলার ।
** মাধাপিছু বৈদেশিক ঋণ ।
=১০,১২ টাকা।
** কেন্দ্রীয় ব্যাংক ।
= বাংলাদেশ ব্যাংক।
** স্থানীয় সময় ।
= গ্রীনিচ সময় অপেক্ষা ৬ ঘন্টা আগে ।
** জলবায়ু ।
= মৌসুমি জলবায়ু বিরাজমান ।
** গড় তাপমাত্রা ।
= ২৫.২৭ ডিগ্রী সেলসিয়াস।
** গড় বৃষ্টিপাত ।
= ২০৩ সেন্টিমিটার ।
** ধর্ম ।
= মুসলমান ৯০.৩৫%, হিন্দু ৮.৫%, বৌদ্ধ ০.৬%, খ্রিস্টান ০.৩% এবং অন্যান্য ০.১% (আদমশুমারি-২০১১)
** অর্থনীতি ।
= বাংলাদেশের প্রধানতঃ কৃষি নির্ভর।
** খাদ্য ।
= প্রধান খাদ্য- ভাত, মাছ, সবজি ও ডাল ।
** বিভাগ ।
= ৭টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী,বরিশাল, সিলেট ও রংপুর)
** জেলা ।
= ৬৪টি ।
** সিটি কপোরেশন ।
= ১১টি (ঢাকা-উত্তর, ঢাকা-দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট, নারায়নগঞ্জ, কুমিল্লা, রংপুর ও গাজীপুর)।
** উপজেলা ।
= ৪৮৬টি ।
** পৌরসভা ।
= ৩১৫টি
** থানা ।
= ৬৩০টি ।
** টেলিভিশন কেন্দ্র ।
= ২টি (ঢাকা ও চট্টগ্রাম)
** টিভি সম্প্রচার কেন্দ্র ।
= ১৪টি
** মুদ্রা ।
= টাকা ।
** সমুদ্র বন্দর ।
= ২টি (চট্টগ্রাম ও মংলা)
** স্থল বন্দরের সংখ্যা ।
= ১৪টি
** আন্তর্জাতিক বিমান বন্দর ।
= ৩টি ( ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দর) ।
** দেশীয় সংবাদ সংস্থা ।
= বাসস, ইউএনবি, ইষ্টার্ণ নিউজ এজেন্সী ।

যদি চান এমন খবর আপনি নিয়মিত পান তবে চোখ রাখেন আমার ব্লগে । ভলো থাকবেন আশারাখি সাথে থাকবেন ।
দেখা হবে আগামী পর্বে

সুন্দর নামের অর্থ মেয়েদের (Beautiful girls name)- ৭ম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দু'কলম লিখতে । আজ মেয়েদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........

studenttiopall.blogspot.com


ইংরেজী নাম ------------- বাংলা নাম  --------------      অর্থ   -----------------যুক্ত নাম

     Hashmat      ----------         হাশমত            --------           প্রভাব প্রতিপত্তি                  
     Khair           ----------         খায়ির             --------            উত্তম  
    Khorsheda   ----------         খোরশিদা         --------            সূর্য                  
    Khadija        -----------         খাদিজা            --------           খাদিজা               
    Khalida        -----------          খালিদা           --------            স্থায়ী      
    Durdanah     -----------          দুরদানাহ        ---------           মোতির ছোটগুটি                 
    Dil-Afroj      -----------           দিল আফরোজ --------            প্রেমিকা          
    Dilshad        -----------           দিলশাদ          ---------            মনোহারিনী                 
     Dilruba       -----------           দিলরুবা         ---------              দিলরুবা                    
     Jakia          -----------            জাকিয়া         ---------               মেধাবিনী                 
     Rahat         -----------            রাহাত           ---------               আরম            
     Rajea         -----------            রাজিয়া         ---------               প্রত্যাবর্তনকারিনী               
     Rabeya      -----------             রাবিয়া         ---------                 চতুর্থ                 
     Rayahana   -----------            রায়হান         ---------                ফুলের তোড়া                
     Rowsan     -----------             রৌশন           --------                  জগত দ্যুতি আলোকিত  
     Rkaia        -----------             রোকাইয়া       ---------                ঝাড়ফুঁক কারিনী    
     Rifayat      ------------             রিফাআত      ---------                 উচ্চমর্যাদা          
     Rajia        ------------              রাজিয়া         ---------                 পছন্দনীয়           
    Rashida     ------------              রাশিদা         ---------                  রাশিদা           
     Sima         ------------              সিমা            ---------                 কপাল             
     Sabiha      ------------              শাবীহা         ---------                  সাদৃশ্য          
     Sobnam    ------------              শবনম         ---------                  কুয়াশা, শিশির        
    Rahima      ------------              রাহীমা        ---------                   দয়াবতি করুণাময়া       
    Jahida        ------------              যাহিদা        ---------                    ঐ              
    Juhida       ------------               যাহিদা        ---------                    ঐ               
    Jakiya        -----------                জাকিয়া      ---------                  পবিত্রা
    Jarina        -----------                 জরিনা       ---------                   গোলাপী রং কারুকাজ      
    Jarina        ------------               জরিনা        ---------                  গোলাপী রং কারুকাজ  
    Joynab      ------------                জয়নব      ---------                     তারকার নাম    
    Johra        ------------                 যুহরা        ---------                     তারকার নাম  
    Sajeda      ------------                 সাজিদা     ---------                      সেজদাকারিনী  
   Shahin      ------------                   শাহীন      ---------                      বাজপাখি  
    Shahid     ------------                  শাহিদ       ---------                      উপস্থিত   
    Shafia     ------------                   শাফিয়া     ---------                      সুপারিশকারীনি     
   Shayir      ------------                   শাঈরা      ---------                       কবি, জ্ঞানী
   Sahnaj     ------------                    শাহনাজ   ---------                       দুলহান 
   Sahar       ------------                    শহর        --------                        শহর, নগর        
  Shamima    ------------                   শামীমা     --------                        গোলাপ ফুলের সুগন্ধ   
  Shamshad   ------------                 শামশাদ     --------                         এক প্রকার বৃক্ষ  
 Shakila        ------------                  শাকীলা     --------                         প্রেমিকা   
  Sharafat     ------------                  শরাফত     --------                         ভদ্রতা, অাভিজাত্য   
 Shirin         ------------                   শীরীন       --------                          মিষিট, প্রিয়  
 Sufia          ------------                   সুফী         --------                          মুত্তাকীন, খোদাভীরু        
 Siddika      -----------                      সিদ্দিক    --------                          সত্যবাদিনী    

তো আজ এই পর্যন্ত । কথা আগামী পর্বে................
নিজের নাম পাচ্ছেন না বলে টিউনদেখা মিস্ করলে আপনিও মিসে পড়ে যেতে পারেন কারণ আগামী টিউনে আপনার নাম আসছে।।।।।।।।

পূর্বের পর্বগুলো নিচে ঃ

সুন্দর নামের অর্থ-১ম

সুন্দর নামের অর্থ-২য়

সুন্দর নামের অর্থ-৩য়

সুন্দর নামের অর্থ-৪র্থ 

 সুন্দর নামের অর্থ-৫ম

 সুন্দর নামের অর্থ-৬ষ্ঠ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্বোডের ২০১৫ রুটিন (All Bangladesh Education Board SSC Exam Routine-2015)

SSC Exam is going to be start at next 02/02/15

 

 

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোডের অধীনে মাধ্যমীক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ০২ ফেব্রুয়ারী ২০১৫ সাল। নিচের পরীক্ষার সময়সূচী পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে দেওয়া হল।






সকল শিক্ষার্থী যেন সুষ্ঠ্যভাবে পরীক্ষা সম্পান্ন করতে পারে, সে কামনাই সর্বদাই............


ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ১ম পর্ব

 

মানুষের তার নিজের  জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা । এ জন্য শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।


studenttipsall.blogspot.com


কোন দিনে কি হয়েছে ।


আন্তর্জাতিক

• যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা প্রধান জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেন।

  -- ০১/১০/২০১৪। বুধ বার


• ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দেতে ৯ দিনব্যাপী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (CPA) ৬০ তম 

   সম্মেলন   শুরু ।

  -- ০২/১০/২০১৪। বৃহস্পতিবার

• স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বাীকৃতি দেয়ার ঘোষনা দেয় সদ্য ক্ষমতায় আসা সুইডিশ বামপন্থী সরকার।

  --  ০৩/১০/২০১৪। শুক্রবার


• ব্রাজিলে প্রথম দফা প্রেসিডেন্ট এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত। 

  -- ০৫/১০/২০১৪। রবিবা 


• ২০১৪ সালের নোবেল পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু। (2014 Nobel Prize winners to announce).

  -- ০৬/১০/২০১৪। সোম

• ডি-৮(D-8) ভুক্ত দেশগুলোর বাণজ্যমন্ত্রী পর্যায়ের দু'দিনব্যাপী দ্বিতীয় সম্মেলন তুরস্কের ইন্তানবুলে শুরু।

  -- ২০/১০/২০১৪। সোম বার


সাম্প্রতিক খবর [ Recent News]

বাংলাদেশ

• যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয়েছে।

-- প্যাটারসন, নিউজার্সি।

• যে যুদ্ধ জাহাজকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা ।

-- বানৌজা ঈসা খাঁ, বানৌজ বঙ্গবন্ধু, বানৌজ ওসমা

• মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিযুদ্ধের সময় নূন্যতম বয়স ছিল।

-- ১৫ বছর 

• পদ্মা সেতুর তদারকির জন্য পরামর্শক-

-- কোরিয়ান এ্রক্সপ্রেসওয়ে কর্পোরেশন 

• কৈলশটিলা তেলকূপ অবস্থিত ।

-- সিলেট

• যে বিমানগুলো বোয়িং কোম্পানি কর্তৃক তৈরি।

-- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙ্গাপ্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী

• দেশে ০১/১০/২০১৪ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়েল সংখ্যা। 

-- ৬২, ৯১৪টি

• বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাদুঘর যে দিন উদ্বোধন করা হয়। 

-- ২৭/১০/২০১৪

• বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর অবস্থিত। 

-- জাতীয় প্যারেড স্কোয়ার, আগারগাঁও, ঢাকা

•  বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর উদ্বোধন করা হয়-

-- ২৮/০৯/২০১৪

• BCPCL-এর পূর্ণরূপ কী ?

-- Bangladesh China Power Company Limited.


আন্তর্জাতিক

• কোবানি শহর অবস্থিত । 

-- সিরিয়া

• আন্তর্জাতিক মাটি বর্ষ সাল_

-- ২০১৫ সাল

• দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ইন্টার পার্লমেন্টারি প্রথম প্রেসিডেন্ট হন_

-- গুরুদয়াল সিং ধিলন

• আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা_

-- ১৭১টি

• পর্তুগিজ ভাষার দেশসমূহের কমিউনিটি (CPLP)-এর বর্তমান সদস্য সংখ্যা।

-- ৯টি

• স্থায়ী  সালিশি আদালত (PCA)-এর বর্তমান সদস্য দেশ সংখ্যা-

-- ১১৬টি

• যে সাল থেকে যুক্তরাষ্ট্র ছিল বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ।

-- ১৮৭২ সাল

• ২২ অক্টোবর ২০১৪ সালে যে দেশ ষষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা ইউসুফফজাঈকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।

-- কানাডা

• যে উন্যাসের জন্য রিচার্ড ফ্লোনাগান ম্যান বুকার পুরষ্কার লাভ করেছেন।

-- The Narrow Road to the Deep North

• ২০১৪ সাল নোবেল বিজয়ী ব্যক্তিদের সংখ্যা। 

-- ১৩ জন

• সর্বকনিষ্ঠ নোবেল জয়ী যে। 

-- মালালা ইউসুফজাঈ

• যেটি গম উৎপাদনে শীর্ষ দেশ । 

-- চীন 

• দানাশস্য রপ্তানিতে শীর্ষ দেশ।

-- যুক্তরাষ্ট্র








সুন্দর নামের অর্থ ছেলেদের (Beautiful boys name)- ৬ষ্ঠ পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দুকলম লিখতে । আজ ছেলেদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........

studenttiopall.blogspot.com


   ইংরেজী নাম ------------- বাংলা নাম  --------------      অর্থ   -----------------যুক্ত নাম

     Masum        -----------             মাসুন           ----------            পবিত্র                    -----     মাসুমুল হক
     Muyej         -----------             মুইজ            ----------         সম্মান প্রদানকারী       -----     মুঈজুদ্দীন
     Manajir       -----------             মানাজির       ----------        দৃশ্যসমূহ                     -----    মানাজির আহমেদ
     Mukeet       -----------             মুকীত           ----------        রিযিকদাতা                 -----   আব্দুল মুকীত
     Maksud      -----------             মাকসুদ         -----------        উদ্দেশ্য                       -----    মাকসুদুল হক
     Maksad      -----------             মাকসাদ        -----------        উদ্দেশ্য                       -----     মাকসাদুল হক
     Makbul      -----------             মকবুল          -----------        গৃহীত                         -----     মাকবুলুর রহমান
     Mufeed      -----------             মুফীদ           -----------         উপকারী                    -----     মুফিদুল ইসলাম
     Munir        -----------             মুনির            -----------         উজ্জ্বল                       -----      মনিরুজ্জামান
     Minhaj      -----------             মিনহাজ         -----------         প্রশস্ত,                       -----       মিনহাজুদ্দিন
     Mansur     -----------             মানসুর          -----------         সাহায্যপ্রাপ্ত                -----      মানসুরুল হক
     Mannan    -----------              মান্নান          -----------          করুণাময়                 -----      আব্দুল মান্নান     
     Mahdy      -----------              মাহদী          -----------          পথপ্রাপ্ত                     -----       মাহদী হাসান
     Mahtab     ------------             মাহতাব       -----------          চাঁদ                          ------      মাহতাবুদ্দিন
     Mamin     -------------            মুমিন          -----------           বিশ্বাসী                     ------      মুমিনুল হক
     Nasir        -------------           নাসির         -----------           সাহায্যকারী              -------     নাসিরুল ইসলাম
     Nisar        ------------             নিছার         -----------            উৎসর্গ                    -------    নিছারু হক
     Majid       -------------            মজিদ          -------                 বুজর্গ                      -------    আব্দুল মজিদ
    Mujaddid   ------------            মুজাদ্দিদ      ----------             নব সৃষ্টিকারী            -------    মুজাদ্দিদুল হাসান
     Matin       ------------             মতিন         ----------               দৃঢ়                         -------     আব্দুল মতিন
     Mubin      ------------             মুবিন         ----------              স্পষ্ট, প্রকাশ্য            --------   আব্দুল মুবিন
     Muhy       ------------             মুহী            ----------              জীবিতকারী            --------    মুহিউদ্দীন
    Mahmud   ------------             মাহমুদ       ----------               প্রশংসিত                --------     মাহমুদুল হাসান
    Muhsin    ------------              মুহসিন      ----------               উপকারী                -------       মুহসিনুল ইসলাম
    Mahbub   ------------             মাহবুব       ----------                প্রিয়, বন্ধু               -------      মাহবুবুল হক
    Muhib       -----------                 মুহিব      ----------                 বন্ধু                     ------       মুহিববুল হক
    Muslim     -----------                মুসলিম     ----------                 মুসলিম               ------       মুসলিমুদ্দিন
    Murshed   ------------             মুশির্দ         ----------                 আধ্যাত্মিক গুরু   ------        মুর্শিদুল খায়ের
    Murad       ------------             মুরাদ         ----------                উদ্দেশ্য, আশা       -------      মমরাদুল ইসলাম
    Mukhtar    -----------             মুখতার       ----------                 আযাদ                -------        মুখতাব আহমদ
    Muhit        ------------            মুহিত         ----------                  বেষ্টনকারী         -------        আব্দুল মুহিত     Matlub      ------------              মাতলুব     ----------                  আকাঙ্ক্ষিত            -------       মাতলুবুর রহমান
    Muslih      ------------             মুসলিহ       ----------                  সংশধনকারী      -------       মুসলেহুদ্দিন
    Misbah     ------------            মিসবাহ্        ----------                  প্রদীপ                -------       মিসবাহুদ্দিন
   Mashud     ------------            মাশহুদ         ----------                   হাজির, মওজুদ    -------     মাশহুদ্দিন
    Mashfique ------------            মুশফিক      ----------                   স্নেহশীল, দয়ালু   --------    মুশফিকুর রহমান
   Mustak       ------------            মুশতাক       ----------                   অনুবক্ত             --------     মুশতাক আহমদ
   Maruf         ------------            মারুফ        ----------                    প্রসিদ্দ                -------      মারুফ বিল্লাহ
   Miraj         ------------             মিরাজ          ----------                     সিড়ি          ---------        মিরাজুল হক
 Ferdaws      -------------             ফিরদাউস     -----------               বেহেশত          ------       ফিরদাউসুল হাসান
Farhat        -------------              ফারহাত         ----------                 খুশী, আনন্দ    ------        ফারহাতুল হাসান
Fayej          -----------            ফয়েজ             -----------                করুণা, দয়া       -------       ফয়েজুল রহমান
Firooz        -----------             ফিরোজ            -----------                বিজয়ী              -------      ফিরোজ আহমদ
Fuad          -----------             ফুয়াদ              -------------            অন্তর, মন          --------      ফুয়াদুল হাসান

তো আজ এই পর্যন্ত । কথা আগামী পর্বে................
পূর্বের পর্বগুলো নিচে ঃ

সুন্দর নামের অর্থ-১ম

সুন্দর নামের অর্থ-২য়

সুন্দর নামের অর্থ-৩য়

সুন্দর নামের অর্থ-৪র্থ 

 সুন্দর নামের অর্থ-৫ম

সুন্দর নামের অর্থ মেয়েদের (Beautiful girls name)- ৫ম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দুকলম লিখতে । আজ মেয়েদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । 

studenttiopall.blogspot.com


   ইংরেজী নাম ------------- বাংলা নাম  --------------      অর্থ   -----------------যুক্ত নাম

     Akhtar        -----------             আখতার         ----------            তারকা           -----     আখাতরুন্নিসা
     Akhlak       -----------             আখলাক         ----------             সচ্চরিত্র          -----     আখলাকুন্নিসা
     Ihtisham     -----------             ইহতিশাম       ----------      বুযর্গী, জঁাকজমক  -----    ইহতিশামুন্নিসা
     Aftab          -----------             আফতাব       ----------                 সূর্য              -----    আফতাবুন্নিসা
     Ashraf        -----------             আশরাফ       -----------                 ভদ্র              -----     আরশাফুন্নিসা
     Asia            -----------             আছিয়া         -----------        এক প্রকার মিষ্টি     -----     আছিয়া খাতুন
     Asma          -----------             আসমা          -----------           নিদর্শনসমূহ        -----     আসমা খাতুন
     Irshad         -----------              ইরশাদ         -----------           সৎপথ প্রদর্শন     -----      ইরশাদুন্নিসা
     Arjumand   -----------            আরজুমান্দ     -----------              আকাঙ্ক্ষী        -----       আরযুমান্দ বেগম
     Arzumand  -----------            আরযুমান্দ      -----------              ভাগ্যবান         -----       লায়লা আর্জুমান্দ
     Anwer        -----------             আনওয়ার      -----------         উজ্জ্বল, জ্যোতিষ্ক   ------      আনওয়ারা বেগম
     Anjuman    -----------              আনজুমান     -----------               মাহফিল         -----  আনজুমান আরা বেগম
     Rahila        -----------              রাহিলা          -----------             ভ্রমণকারিনী      ------       রাহিলা খাতুন
     Amina       ------------             আমিনা         -----------            আমানতদার       -------      আমিনা খাতুন
     Amira       -------------            আমিরা         -----------             ধনাঢ্য মহিলা      -------      আমিরুন্নিসা
     Afsar         -------------            আফসার       -----------             পাক শিকারী      -------       আফসারী বেগম
     Bahar         ------------             বাহার          -----------               বসন্তকাল         --------    গোলবাহার বেগম
     Bilkis         ------------             বিলকিস          -------       সাবা শহরের রানীর নাম -----       বিলকিস বেগম
     Barkat        ------------              বরকত        ----------                 বরকত          --------       বরকতুন্নিসা
     Parsa          ------------              পারসা         ----------               খোদাভীরু        --------       পারসা বেগম
     Parveen      ------------             পারভীন       ----------              সপ্তর্ষি মন্ডল       --------    পারভীন আখতার
     Tanvir        ------------             তানভীর       ----------           আলোকিত করা     --------      তানভীরুন্নিসা
    Tamanna     ------------             তামান্না         ----------               আকাঙ্ক্ষা          --------       তামান্না বেগম
    Tasnima      ------------            তাসনীমা        ----------       বেহেশতের একটি শহর  ------- তাসনীমা খাতুন
    Taslim         ------------             তাসলীমা       ----------            আত্মসমর্পণ           -------   তাসলীমা খাতুন
    Samirah       -----------             সামিরাহ         ----------               কল্যাণকর          ----       সামিরাহ্ খাতুন
    Samin          -----------              সামিন           ----------                 মূল্যবান           ------     সামিনা বেগম
    Suraiya       ------------              সুরাইয়া         ----------            এক তারকার নাম ------      সুরাইয়া খাতুন
    Jahan          ------------              জাহান           ----------               জগত সৌন্দর্য    -------      জাহান-আরা
    Jannat         ------------             জান্নাত           ----------                 বেহেশত         -------       জান্নাত আরা
    Jamila         ------------             জামীলা          ----------                   সুন্দরী          -------      জামীলা খাতুন
    Hasina        ------------            হাসীনা            ----------                   সুন্দরী           --------   হাসিনা আখতার
    Husne        -------------              হুসনে           ----------               জগত সৌন্দর্য     --------     হুসনে আরা
    Habibah     ------------            হাবিবাহ্          ----------              বান্ধবী, প্রেমিকা   --------   হাবিবাহ্ খাতুন
    Hamidah    ------------            হামিদাহ্          ----------               প্রশংসাকারিনী    --------    হামিদাহ্ খাতুন
    Hayat         ------------              হায়াত          ----------                 জীবন, বয়স     --------      হায়াতুন্নিসা
    Halima      -------------             হালিমা          ----------                    ধৈর্যশীল        --------      হালিমা খাতুন
    Hafsa        -------------              হাফসা          ----------                     হাফসা          -------       হাফসা খাতুন
    

তো আজ এই পর্যন্ত । কথা আগামী পর্বে................
পূর্বের পর্বগুলো নিচে ঃ

সুন্দর নামের অর্থ-১ম

সুন্দর নামের অর্থ-২য়

সুন্দর নামের অর্থ-৩য়

সুন্দর নামের অর্থ-৪র্থ 

 

নতুনদের জন্য মাইক্রোসফ্ট ওয়ার্ড চেইন টিউন ( About Microsoft Office Word Student Tips)- ২য় পর্ব

আসসালামুআলায়কুম কেমন আছেন সবাই । শুরু করছি নতুনদের জন্য মাইক্রোসফ্ট ওয়ার্ড চেইন টিউন পর্ব ২য় ।
প্রথমে বলে রাখি যদি আমার সাথে এগিয়ে যেতে চান তবে আপনার পিসিতে Microsoft Office Worde-2010 ইনেস্টল করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমরা গত দেখছিলাম মাইক্রোসফ্ট ওপেন করা পর্যন্ত। আজ মাইক্রোসফ্ট-এর সাথে আরো একটু পরিচিত হই।
এখন নিচের চিত্রের ধাপ গুলো দেখি।


চিত্রের ক্রমিক নম্বর ধাপ অনুসারে শুরু হলোঃ
১.  চিত্র ১ হচ্ছে মাইক্রোসফ্ট ওয়ার্ড এর Title bar এখানে মাইক্রোসফ্ট ওয়ার্ড কি নামে সেভ হবে সেই নামটা শো করবে।
২. চিত্র-২  Quick Access Toolbar অর্থাৎ এখান থেকে প্রয়োজনে জিনিস যেমন Copy, Undo, ইত্যাদি প্রয়োজন অনুসারে আনা হয়। Quick Access Toolbar এর পাশে একটি ড্রপডাউন মেন মেনু আছে যেটাই ক্লিক করে Quick Access Toolbar টি প্রয়োজন অনুসারে কাস্টোমাইজ করতে পারি।
৩. চিত্র ৩ হচ্ছে রুলার বার Ruler Bar যেটার ডকুমেন্টের আকার বা সাইজ নির্ধারণ করা হয়।
৪. চিত্র- ৪ Vertical Scroll Bar যেটা পেজকে উপর এবং নিচ স্ক্রল করে। অর্থাৎ পেজকে উপরে নিচে সরানো হয়।
৫. চিত্র- ৫ Status Bar যাটা পেজের সার্বিক তথ্য আপনাকে উপস্থাপন করবে। অর্থাৎ কয়পেজ লেখা হয়েছে, কতটি ওয়ার্ড লিখা হয়েছে, কত প্রা লেখা হয়েছে, কত লাইন লেখা হয়েছে ইত্যাধদি তথ্য সাবমিট করে।
৬. চিত্র- Zoom Silider  যেটার (+) বাটন পেজকে জুম ইন অর্থাৎ বড় করে এবং (-) বাটন পেজকে জুম আউট করে অর্থাৎ পেজ ছোট করে।
৭. চিত্র- ৭ View Buttons যেটার মাধ্যমে পেজকে বিভিন্ন আকারে অর্থাৎ নরমাল লেআউট, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট View করা হয় অর্থাৎ দেখানো হয়।
৮. এবং সর্ব শেষ উপরের ডান পাশে Close Button যেটার মাধ্যমে Microsoft Word বন্ধ করা হয় মধ্যে সাদা অংশে আপনার মূল্যবান ডকুমেন্টটা লিখবেন।

এবার আমরা এটার মেনু সম্পর্কে একটু জানবো। তবে চলুন......................  এখানো ধাপে ধাপে কাজ করুন।
১. Save Buttons এটার মধ্যমে ডকুমেন্টকে সেফ করা হয়।
২. Save As এটার মাধ্যমে সেভ করা ডকুমেন্টকে পুনরায় অন্য নামে বা অন্য কোনো ফোল্ডারে কিংবা ডকুমেন্টকে সিকিউরিটি দেওয়া হয়।
৩. Open এটার মাধ্যমে সেভ করা ডকুমেন্ট Open করা হয়।
৪. Close ডকুমেন্টকে বন্ধ করার জন্য ব্যবহার করা হয়।
৫. আপনার সেফ করা ডকুমেন্ট সম্পর্কিত সকল তথ্য Info এর মধ্যে থাকে ।
৬. Recent এটাতে সম্প্রতি কাজ করা সকল ডকুমেন্ট জমা থাকে। প্রয়োজন অনুসারে এখান থেকে নিয়েও কাজ করতে পারি।
৭. New এটার মাধ্যমে নতুন কাজ করার জন্য নতুন পেজ আনা হয়।
৮. Print ডকুমেন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়।
৯. Save & Send এটা নিয়ে পরে আরেকটা টিউন করবো। তবে বলে রাখি এটার মাধ্যমে আপনার ডকুমেন্ট অন্য কোথাও যদি সেন্ট করতে চান যেমন ই-মেইল, ব্লগে পোষ্ট, আপনার ওয়েব সার্ভারে আপলোড ইত্যাদি করা হয়।
১০. Help এখানে আনি যদি কোন সমস্যায় পড়েন তবে সমাধানের পথ জানা যাই।
১১. Options এটার মধ্যমে ডকুমেন্টের কার্যক্রমের  সমস্যা Help থেকে পড়ে বা অন্য কোনো ভাবে জেনে তা সমাধান করা হয়।
১২. সর্বশেষ Exit Button যেটার মাধ্যমে সমগ্র প্রোগ্রাম বন্ধ করে বের হতে হয়।

উপরোক্ত কাজ গুলো করে এগিয়ে যান দেখা হবে আগামী পর্বে। খোদাহাফেজ ...................।।।।।।।।।।।।।।





ইউটিউব থেকে ডাউনলোড যে কোন ভিডিও (Student Tips : Downlode From YouTube No IDM)

আমি বলে রাখি এই পোষ্টটা কোনো জ্ঞাতার্থ ব্যাক্তিদের জন্য না যারা জানে না তাদের জন্য । সুতারাং যারা জ্ঞানি তারা আমার কোনো পোষ্টে কোনো রকম ভুল থাকলে তা সংশোধনের জন্য বলে দিলে চির কৃতজ্ঞ থাকব।


তো চলুন কথা না বাড়িয়ে সামনে আগাই। 


নিচের চিত্রগুলো দেখুন আর  আর্টিকেলগুলো পড়ে ধাপে ধাপে এগিয়ে যান।

১. সর্ব প্রথম ইন্টারনেট কানেক্ট করে একটি ব্রাউজার নেই এবং এর এ্যাড্রেস ঘরে এই লিংটি www.ssyoutube.com লিখে এন্টার প্রেস করি ।


studenttipsall.blogspot.com


২. ইন্টার প্রেস করার পর নিচের মত একটি উন্ডো দেখতে পাবো।

studenttipsall.blogspot.com 

৩. এখন নতুন একটি ট্যাব নিয়ে www.youtube.com -এ গিয়ে আপনার পছেন্দের কোনো চ্যানেল ওপেন করুন  এবং সেখান থেকে চ্যানেল এ্যাড্রেসটা কপি করি ।

studenttipsall.blogspot.com

৪. এখন পূর্বের ইউটিউব থেকে কপি করা চ্যনেল লিংকটি ফাকা বারে পেষ্ট করে ডাউলোড লিংকে ক্লিক করি এবং পাশে থাকা পছেন্দের ফরমেটে ক্লিক করি।

studenttipsall.blogspot.com

৫. এবং সর্বশেষ OK বাটনে ক্লিক করলে ডাউলোড হাওয়া শুরু করবে ।

studenttipsall.blogspot.com

 আমার এই টিউনটি যদি আপনাদের উপকারে আসে তবে আমার স্বার্থকতা আর না ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন।

ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে।

সুন্দর নামের অর্থ ছেলেদের (Beautiful boys name)- ৪র্থ পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দুকলম লিখতে । আজ ছেলেদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । 

studenttiopall.blogspot.com


      ইংরেজী নাম ------------- বাংলা নাম  -------------------     অর্থ   ---------------যুক্ত নাম

         Ameen     -------------            আমীন          ---------------     আমানতদার  ------------    আমিনুল হক
         Ameer     -------------            আমীর          ---------------           নেতা      ------------  আমীরুল ইসলাম
         Imdad     --------------            ইমদাদ         ---------------       সাহায্য করা -------------   ইমদাদুল হক
        Amzad     -------------           আমজাদ        ---------------            বযুর্গ      -------------   আমজাদুল হক
         Imtiaz     -------------          ইমতিয়াজ       ---------------        পার্থক্য করা  ------------   ইমতিয়াজুল হক
         Aman     --------------           আমান          ---------------     আশ্রয়, নিরাপত্তা ------------   আমাউল্লাহ্
         Badar    ---------------            বদর           ---------------        পূর্ণিমার চাঁদ   ------------     বদরুদ্দিন
        Baqee    ---------------             বাকী           --------------     অবশিষ্ট, চিরঞ্জীব ------------   আব্দুল বাকী
        Baree     ---------------             বারী            --------------           সৃষ্টিকর্তা     -------------     আব্দুল বারী
        Anis       --------------            আনিস           --------------        বন্ধুত্ব পরায়ণ   -----------  আনিসুর রহমান
       Anwar     -------------            আনোয়ার        -------------           আলোসমূহ    -----------  আনওয়ারুল হক
       Najm      --------------              নাজম           ---------------              তারা        ----------   নাজমুল ইসলাম
      Nasim    ---------------              নাসীম          ---------------           মৃদু বায়ু      -------------  নাসীমুল হক
       Najir      ---------------             নাজির          --------------          ভীতি প্রদর্শন   -----------    নাজিরুল হক
      Nazar      ---------------               নজর          ---------------             উপহার     ------------ নজরুল ইসলাম
      Nadim     --------------               নাদিম         ----------------              সহচর     ------------  নাদিমুল হাসান
      Nasar      --------------                নাসর          ---------------              সাহায্য    -------------     নাসরুল্লাহ
      Nasir      --------------                নাসির          ---------------          সাহায্যকারী --------------    নসিরুদ্দীন
     Niamat     --------------              নিয়ামত        ---------------             নিয়ামত   --------------    নিয়ামতুল্লাহ
    Nayeem    --------------                নাঈম          ---------------          বেহেশত, দান ----------  নাঈমুর রহমান
      Noor      ---------------                নূর             ---------------           আলো, জ্যতি  -----------    নূরুল হক
      Niaz       ---------------             নিয়ায           ----------------         উৎসর্গ, প্রার্থনা ----------- নিয়াজ মোর্শেদ
     Nihal       ---------------              নিহাল          ----------------             সন্তুষ্ট, সুখী    ---------     নিহালুদ্দিন
   Wasique    ---------------            ওয়াছিক         ---------------           দৃঢ়, শক্তিশালী   ---------- ওয়াসিক বিল্লাহ্
     Wahid     ---------------             ওয়াহিদ         ----------------                   এক        -------   আব্দুল ওয়াহিদ
   Waheed    ---------------             ওয়াহীদ          ---------------                  একক       -------    ওয়াহদুল হক
    Wadud   ----------------              ওয়াদুদ         ----------------                   বন্ধু        ---------   আব্দুল ওয়াদুদ
      Wali     ---------------                ওয়ালী        ----------------                     ঐ         ---------   ওয়ালী উল্লাহ
     Wasim    --------------              ওয়াসীম       -----------------                 সুন্দর       -----------   ওয়াসীমুদ্দীন
     Hadi      ----------------                হাদী        ------------------              পথপ্রদর্শক  -------------  আব্দুল হাদী
    Harun     ----------------             হারুন        -------------------                নেতা      -----------   হারুনুর রশীদ
   Hidayat    ---------------            হিদায়াত       ----------------           সৎপথ প্রদর্শন   ----------    হিদায়াতুল্লাহ
    Huda      ---------------                হুদা         ------------------           সৎপথ প্রদর্শন  -----------     নূরুল হুদা
     Hilal      ---------------              হিলাল       -------------------              নতুন চাঁদ    -----------    হেলালু্দ্দিন
      Yar       ----------------              ইয়ার       -------------------                  বন্ধু       -------------   ইয়ারুদ্দিন
   Mutasim  ----------------           মু'তাসিম     ------------------          সাহায্য প্রার্থী    ----------   মুতাসিমুল হক
     Mazhar   ---------------              মুতি        -------------------        বাধ্য, অনুগত    ---------- মুতিউর রহমান
      Miftah   --------------             মিফতাহ    -------------------                  চাবি        ----------- মিফতাহুদ্দীন
     Muyeen  --------------              মুঈন       --------------------           সাহায্যকারী    ----------     মুঈনুদ্দিন
     Muyeed  --------------              মুঈদ       --------------------             দানশীল        ----------- মুঈদুল হাসান
       Muti    ----------------             মুতি       ----------------------           দানশীল       ------------   মুতিউল হক


তো আজ এই পর্যন্ত । কথা আগামী পর্বে................
পূর্বের পর্বগুলো নিচে ঃ

সুন্দর নামের অর্থ-১ম

সুন্দর নামের অর্থ-২য়

সুন্দর নামের অর্থ-৩য়



নতুনদের জন্য মাইক্রোসফ্ট ওয়ার্ড চেইন টিউন ( About Microsoft Office Word Student Tips)- ১ম পর্ব

প্রথমোই বলে রাখি এই টিউনটা কোনো মাইকোসফ্ট ওয়ার্ড এ্ক্সপার্টদের জন্য না। এটা মাইকোসফ্ট ওয়ার্ডের শিশুদের জন্য । যারা প্রথম অবস্থা থেকে শুরু করবেন তাদের জন। 
কতটুকু পারবো জানিনা, তবে নিজের জানা জ্ণান টুকু অনের মাঝে বিলিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে শুরু করছি আমার এই টিউনের যাত্রা। ভুল হলে ক্ষমা করবেন এবং ধরিয়ে দিবেন যার মাধ্যমে ভুল টুকু সুধরাতে পারি। আর ভাল হলে উৎসাহ দিবেন যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি।



মাইক্রোসফ্ট ওয়ার্ড কী ? (What is Microsoft Word)

বিশ্বব্যাপী ব্যবহৃত জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম মাইক্রোসফ্ট ওয়ার্ড। যেটি  ১৯৮৩ সালে MuLti-Tool Word নামে রিলিজ হয় ।

sutdenttipsall.blogspot.com
বর্তমানে চিঠিপত্র লেখা থেকে শুরু করে অফিসিয়াল কাজ, দলিল-দস্তাবেজ, পরীক্ষার প্রশ্ন, থানায় এজাহার দায়ের করা সহ সকল ধরনের কাজ এই ওয়ার্ড এর ব্যবহার করা হয়। এখন আর পুরানো টাইপরাইটারের বরসা কাউকে করতে হয় না। এছাড়া মাইকোসফ্ট ওয়ার্ডে কোনো কিছু লিখে সেগুলোর ফরম্যাটিং করা, গ্রাফ ও চিত্র সংযোজন, প্রজেক্ট ফাইল, রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ খুব সহজেই করা হয়। মাইকোসফ্ট ওয়ার্ড-এর জন্ম লগ্ন থেকে আজ অবধি অনেক ভার্সন বের হয়েছে এটা বলতে পারি এটা মাইকোসফ্ট ওয়র্ড-এর এক এক সময় এক একটি মডেল। যে গুলোর মধ্য : মাইক্রোসফ্ট ওয়ার্ড ২০০০, ২০০৩, ২০০৭, ২০১০, ২০১৩ ইত্যাদি । পুরাতন ভার্সনের সাথে বর্তমান ভার্সনের কিছু লুকিং পার্থক্য থাকলেও আগের সাথে বর্তমানে ভার্সনের কিছু সুবিধও যুক্ত করা হয়েছে । 

তো আর বেশি কথা বলে টিউনটাকে বড় করবো না । চলুন কিভাবে আমরা শুরু করবো।

Start Microsoft Word
ধারাবাহিক ভাবে নিচের কাজ গুলো সম্পন্ন করে মাইক্রোসফ্ট ওয়ার্ড শুরু করতে হবে।
১. প্রথমে কম্পিউটার পাওয়ার দিয়ে, কম্পিউটার রেডি না হাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । এবার মাইক্রেসফ্ট ওয়ার্ড 
     ইনস্টল  করা না থাকলে সঠিকভাবে ইনস্টল করে নিন।
২. তারপর যথাযথ ভাবে ইনেস্টল হওয়ারপর কম্পিউটারের Start বাটন ক্লিক করুন।

৩. সেখান থেকে All Programs বাটনে ক্লিক করে সেখান থেকে Microsoft Office- এ ক্লিক করে সেখান থেকে Microsoft Office Word- এ ক্লিক করুন।

স্টুডেন্টদের সম্পর্কে প্রথম কথা (At Fast Tips For Student's)


stdenttipsall.blogspot.com


অনেকদিন পরে বগ্লটা নতুন করে  শুরু করলাম। তাই কিছু মনে আসছে না যে কোন বিষয় লিখব। লেখক হিসেবে নয়, একজন স্টুডেন্ট (Student) হিসেবে আপনাদের কিছু বললাম। যেহেতু এখন সবাই প্রযুক্তি মুখী তাই আজ কম্পিউটার নিয়ে কিছু লিখলাম।


এমন একটা সময় ছিল যখন মানুষ কম্পিউটার বলে কিছু একটা আসতে পারে তা চিন্তাো করতে পারত না। কিন্তু বর্তমান সময়ে এসে কম্পিউটার কখনও ছিল না এটা ভাবাটাই অবিশ্বাস্য মনে হয়। কারণ বর্তমান বিশ্বে কম্পিউটারের বিকল্প নেই। সবক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার লক্ষণীয়। ঘরের কাজ থেকে শুরু করে ব্যবসায়িক, বৈজ্ঞানিক ইত্যাদি নানা ক্ষেত্রে এর অপরিসীম কম্পিউটার এক অনন্য সঙ্গী। সহজ কথায় কম্পিউটার এমন এক যন্ত্র, যা বর্তমানে প্রায় সব কাজই করতে সক্ষম।


বর্তমান প্রযুক্তিতে কম্পিউটারের অবদানে অন্তরালে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নিরলস পরিশ্রম, উদ্ভাবনী শক্তি গবেষণা  স্বাক্ষর। সেই প্রাচীণ যুগের মানুষের বিভিন্ন গণনা যন্ত্রের আবিষ্কারের প্রচেষ্টাকে আমরা এটাকে কম্পিটারের প্রাচীন ইতিহাস বলতে পারি। তবে গণনার কাজ বিভিন্ন কৌশল যন্ত্রাংশব্যবহার করে থাকলেও অ্যাবাকাস (Abacus) নামের একটি প্রাচীন গণনাযন্ত্রকেই কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। অথ্যাৎ আমরা বলতে পারি এটা কম্পিউটারের শুভুযাত্রা। এ যন্ত্রের মাধ্যমে মুলত অ্যাবাকাস ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবরতন করে গণনা করা হত। (Abacus) ৪৫০/৫০০ অব্দে মিসরে/চীনে গণনা যন্ত্র হিসেবে প্রকাশ পায়। পরে ১৬৪২ সালে ১৯ বছর বয়সী ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal) যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করতে সক্ষম হন। এর পরও অনেকেই অনেক যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেছে । এর পর ১৮৩২ সালে ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) বা বিয়োগফলভিত্তিক গণনাযন্ত্রের উদ্ভাবন করেন এবং এটা আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ (Charles Babbage) যিনি ছিলেন ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যলয়ের গাণিতিক অধ্যাপক।


বর্তমনেও কম্পিটারের নতুন আবিষ্কার নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। প্রতিনিয়তই আবিষ্কৃত হচ্ছে নতুন কিছু। তাই প্রযুক্তির সংগে প্রতিটি মানুষকে আরও সহজভাবে যুক্ত করার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। 


যদিও কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আপনারা কম অবগতি না। আমি ধরে নিন আপনাদের সামনে কিছু ভাট বকে নিলাম। ভুল হলে ক্ষমা করবেন। 


ইনশা-আল্লাহ আগামীতে আসমনে নতুন কিছু নিয়ে উপস্থিত হবো এটাই আমার প্রত্যাশ্যা। ভাল থাকবেন সবাই। সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন।