পৃষ্ঠাসমূহ

BCS Test Preparation।।।।। বিসিএস পরীক্ষার পূর্ব প্রস্তুতী।।(নিনি ৩৩তম বিসিএস এর প্রশ্ন এবং উত্তর)

বিসিএস নিয়ে খুব চিন্তিত ? একটু ফ্রি হন এখন হাতের কাছেই তো সব । যান না একটু নেট সার্চ দিন । পেয়ে যেতে পারে আপনার সমস্যার উত্তর। আমার এই পোষ্টটি আপনার সামান্য পরিমাণ কাজে লাগলে আমি ধন্য । তবে চলুন শুরু করি। 


http://studenttipsall.blogspot.com



কয়েক দিন আগেই প্রকাশিত হল ৩৫তম বিসিএস প্রিলিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি। যারা সরকারি চাকরি করতে আগ্রহী তাদের স্বপ্ন বিসিএস। এই পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছা অনেকের থাকে । কিন্তু অনেকে  সঠিক দিকদর্শন না পেয়ে খুব হতাশ হয়ে যায়। এর জন্য হয়তো বা কোচিং করতে পারবেন না ভেবে এর জন্য আর প্রস্তুতি নেনে না । কিন্তু না এটা কোচিং ব্যত্যিতেও এটা সম্ভাব । কিন্তু সেটা কিভাবে ?  





আজ আমরা দেখবো পূর্ববর্তী বিসিএস পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর গুলো । যে গুলো আপনার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি । আজ ৩৩তম বিসিএস পরীক্ষারটা দেখবো । 

১. চর্যাপদ কোন ছন্দে লেখা ?
  • অক্ষরবৃত্ত
  • মাত্রাবৃত্ত
  • স্বরবৃত্ত
  • অমিত্রাক্ষর
উত্তরঃ মাত্রাবৃত্ত

২. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন ? 
  • আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
  • ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
  • সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথামার্ধে
  • ঊনিশ শতকের শেষার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে
উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে

৩. কবি গানের প্রথম কবি_
  • গোজলা পুট
  • হরু ঠাকুর
  • ভবানী ঘোষ
  • নিতাই বৈরাগী
উত্তরঃ গোজলা পুট

৪. / ' কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?'/ কার লেখা ? 
  • কৃষ্ণ চন্দ্র মজুমদার

JSC, JDC & PSC পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০ ডিসেম্বর, ২০১৪। (JSC, JDC & PSC test results will be publish on December 30, 2014)

এবার দেশের ৮টি শিক্ষা বোর্ডে ঢাকা, যশোর, রাজশাহী, সিলেট, চট্টোগ্রাম, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর এর  অধিনে জেএসসি (JSC) জুনিয়ার স্কুল সার্টিফিকেট এবং মাদরাসা বোর্ডের অধিনে জেডিসি (JDC) জুনিয়ার দাখিল সার্টিফিকেট পরীক্ষা একযোগে গত ২ নভেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে সেটার কিছুটা পরিবর্তন হয়ে যায়। সর্ব শেষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০ ডিসেম্বর, ২০১৪ইং তারিখে ।




JSC & JDC-2014 Result Will be Publish On Today 12:00:00 PM. Follow it.

জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ দুপুর ১২টা সবাই চোখ রাখুন




এছাড়ও আপনি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারে । এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার নিয়ম নিচেঃ

মেসেজ অপশানে গিয়ে লিখুনঃ JSC<space>বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর<space> পাশের সন এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণঃ JSC JES 706740 2014       
& Send 16222


এছাড়াও একই দিনে প্রকাশিত হবে (PSC) প্রাইমারী স্কুল সটিফিকেট পরীক্ষার ফলাফল । প্রাইমারী পরীক্ষার ফলাফল জানতে  এখানে যান


****ভালো থাকবেন সবাই****

BCS Test Preparation।।।।। বিসিএস পরীক্ষার পূর্ব প্রস্তুতী।।(নিনি ৩৪তম বিসিএস এর প্রশ্ন এবং উত্তর)

আমার এই ব্লগটি যদি কোন ভালো প্রফেশনাল ব্লগার দেখে তবে চাইবে হয়তো যদি বেটাকে হাতের কাছে পাইতাম তবে ঠাটিয়ে দুটো চড় মেরে নিতাম ।। আমি সেইসব গুরুদের উদ্দেশ্যে বলছি যদি গুরুজী কোন রকম ভুলভ্রান্তি হয় তবে ক্ষমা দৃষ্টিতে দেখে ভুল সুধরানোর পথ বাতলায় দিবেন। 


বিসিএস নিয়ে খুব চিন্তিত ? একটু ফ্রি হন এখন হাতের কাছে তো সব । যান না একটু নেট সার্চ দিন । পেয়ে যেতে পারে আপনার সমস্যার উত্তর। আমার এই পোষ্টটি আপনার সামান্য পরিমাণ কাজে লাগলে আমি ধন্য । তবে চলুন শুরু করি। 


http://studenttipsall.blogspot.com



কয়েক দিন আগেই প্রকাশিত হল ৩৫তম বিসিএস প্রিলিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি। যারা সরকারি চাকরি করতে আগ্রহী তাদের স্বপ্ন বিসিএস। এই পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছা অনেকের থাকে । কিন্তু অনেকে  সঠিক দিকদর্শন না পেয়ে খুব হতাশ হয়ে যায়। এর জন্য হয়তো বা কোচিং করতে পারবেন না ভেবে এর জন্য আর প্রস্তুতি নেনে না । কিন্তু না এটা কোচিং ব্যত্যিতেও এটা সম্ভাব । কিন্তু সেটা কিভাবে ? 

আজ আমরা দেখবো পূর্ববর্তী বিসিএস পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর গুলো । যে গুলো আপনার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি । আজ ৩৪তম বিসিএস পরীক্ষারটা দেখবো । 

 ১. ‍"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির প্রথম সুরকার কে ?
  • মাহমুদুন্নবী 
  • আব্দুল লতিফ
  • ফয়সাল মাহদি 
  • আলতাফ মাহমুদ 
উত্তরঃ আব্দুল লতিফ

২.  বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ?
  •  ২০০৭
  •  ১৯০৭
  • ১৯০৯

BCS Test Preparation।।।।। বিসিএস পরীক্ষার পূর্ব প্রস্তুতী(দিক নির্দেশনা)।।।।।

বিসিএস নিয়ে খুব চিন্তিত ? একটু ফ্রি হন এখন হাতের কাছে তো সব । যান না একটু নেট সার্চ দিন । পেয়ে যেতে পারে আপনার সমস্যার উত্তর। আমার এই পোষ্টটি আপনার সামান্য পরিমাণ কাজে লাগলে আমি ধন্য । তবে চলুন শুরু করি। 


http://studenttipsall.blogspot.com



কয়েক দিন আগেই প্রকাশিত হল ৩৫তম বিসিএস প্রিলিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি। যারা সরকারি চাকরি করতে আগ্রহী তাদের স্বপ্ন বিসিএস। এই পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছা অনেকের থাকে । কিন্তু অনেকে  সঠিক দিকদর্শন না পেয়ে খুব হতাশ হয়ে যায়। এর জন্য হয়তো বা কোচিং করতে পারবেন না ভেবে এর জন্য আর প্রস্তুতি নেনে না । কিন্তু না এটা কোচিং ব্যত্যিতেও এটা সম্ভাব । কিন্তু সেটা কিভাবে ? 

  • পরিকল্পনা:  প্রথমেই বিসিএস সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করে ফেলতে হবে । পরীক্ষার তারিখ, সিলেবাস, পরীক্ষার ধাপ সমূহ, আবেদন এর শেষ তারিখ  ইত্যাদি ।

 

  • বই সংগ্রহ:  বাজারে বিসিএস এর জন্যে অনেক বই আছে। এর মধ্যে বেছে নিতে হবে ভালো মানের বই। এই জন্যে সাহায্য নিতে পারেন পূর্বে বিসিএস এ উত্তীর্ণ সিরিয়াস কারো কাছ থেকে। বি

কি ভাবে আপনার ব্লগে ফেসবুক লাইক বক্স Add করবেন))((আপনার ব্লগের জন্য তৈরি করুন একটি সুন্দর লাইক বক্স ।

কি ভাবে আমি আপনার ব্লগে ফেসবুক লাইক বক্স যুক্ত করবেন ? যাদের কাছে এই প্রশ্নের ছড়াছড়ি আমি বলি তাদের জন্য আমার আজকের পোষ্ট । আমার মনে হয় আজকের এই টিউনিটি পড়ার পর আর কোন অসুবিধা থাকার কথা না। চলুন তবে আর দেরি না করে সামনে আগাই । 

নিচের ধাপগুলো অনুসরণ করুন । 
টিউন অনুসারে কাজ করতে গেলে যেটি আপনাদের প্রথম প্রয়োজন হবে  সেটি হলো একটা ফেসবুক ফ্যানপেজ থাকতে হবে। আর যদি কারো না থাকে কিংবা খোলার প্রয়োজন মনে করছে তারা এই পোষ্ট থেকে ঘুরে আসুন ( যেভাবে ফেসবুক ফ্যানপেজ খুলবেন) । ফেসবুক ফ্যানপেজ খুলা হয়ে গেলে আপনাকে এই লিংটিতে যেতে হবে। গেলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন । 
 এখানে গেলে Facebook page URL কমান্ড বক্সটিতে http://facebook.com/(আপনার পেজের URL টি) দিতে হবে যেমনটা দেওয়া আছে আমার "http://facebook.com/studenttipsall" এবং আমার সেটি সিলেক্ট করা আছে । পরে Width/Height ঘরে লাইক বক্সের র্দৈঘ্য প্রস্থ দিতে হবে অথ্যাৎ আপনার লাইক পেজটি আপনার ব্লগের কতটুকু জায়গা নিয়ে নিবে তার মাপ দিতে হবে এবং কালার থেকে বক্সটি Light হবে নাকি Dirk হবে সেটা সিলেক্ট করতে হবে । কাজ গুলো সম্পন্ন করলে নিচে আপনার বক্সের একটা আয়তন দেখাবে । 

সুন্দর নামের অর্থ মেয়েদের (Beautiful girls name)- ১১তম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দু'কলম লিখতে । আজ , মেয়েদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........



studenttipsall.blogspot.com



     উচ্চরণ             -------               অর্থ             ----------            ইংরেজি     

আয়মান                  ------------             শুভ                   -------------              Ayman
আসমা                    ------------          অতুলনীয়               ------------               Asma
আনিকা                  ------------            রূপসী                   ------------              Anika
আছিয়া                  ------------              স্তম্ভ                    -------------             Asiya
আতেরা                 ------------             সুগন্ধী                  -------------             Atera
আয়েশা                  ------------           সমৃদ্ধিশালী              -------------             Aieha

জানুন বাংলাদেশের পর্যটন স্থান ও বর্তমান স্থানের পুরাতন নাম । (Bangladeshi tourist places and the place of the old name)

আসসালামুয়ালাইকুম!!!! কেমন আছেন সবাই। প্রথমে সবার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পোষ্ট । আজ কোন পূর্ব পরিকল্পনা ছিল না পোষ্ট সম্পর্কে । জানতে এবং জানাতেই সবথেকে সব থেকে বেশি ভালোবাসি । তাই আমার এই পোষ্ট থেকে আপনারা যদি ক্ষুদ্র পরিমাণও উপকৃত হন তবে আমি তাতে তুষ্ট ।

ইতিহাস ঐতিহ্যের দিক থেকে বলতে গেলে বাংলাদেশ গৌরবের পাত্র । সৃষ্টি কর্তা তার যে রূপ দিয়েছে সে কথা বলতে গেলে ঢেলেই দিয়েছে । এজন্য প্রতি বছর হাজারও দর্শন পিপাসু মানুষ ছুটে আসে বাংলার এই রূপকে উপভোগ করাতে । আজ আপনাদের জানাবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্থান ।

  • বাংলাদেশের সমুদ্র সৈকতের তালিকা ।
  1.  কক্সবাজার
  2. কুয়াকাটা
  3. পতেঙ্গা
  4. সেন্ট মার্টিন দ্বিপ
  5. নিঝুম দ্বীপ
  • বাংলাদেশের অপরূপ সব পার্বত্য  ।
  1. বান্দরবন জেলা
  2. খাগড়াছড়ি জেলা
  3.  রাঙামাটি জেলা

সুন্দর নামের অর্থ ছেলেদের (Beautiful boys name)- ১০ম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দু'কলম লিখতে । আজ , ছেলেদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........



studenttipsall.blogspot.com



     উচ্চরণ             -------               অর্থ             ----------            ইংরেজি     

 কুদ্দুস                            ----------             পবিত্র                      ----------------         Quddus
 কুদরত                         -----------             শক্তি                       ----------------        Qudrat
কাদির                           -----------       কুদরত ওয়ালা               ----------------         Qadir
কুতুব                            -----------          বুযর্গ, ওলী                  ----------------         Kutub
কায়ছার                        -----------          বাদশাহ্                      ----------------         Kaysar
কামার                          -----------            চাঁদ                           ---------------         Qamar
কারিম                          -----------        দানশীল, দাতা                ----------------         Karim

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ৫ম পর্ব

আসসালামুয়ালাইকুম!!!! কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব ।





বাংলাদেশের প্রাণী ও পানি সম্পদ 
** বাংলাদেশের স্বাদুু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত ? 
= ২৭০টি । 
** বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত ? 
= চাঁদপুরে । 
** বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ? 
= ময়মনসিংহে । 
** চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? 
= খুলনার পাইকগাছায় । 
** White Gold কি ?
= বাংলাদেশের চিংড়ি সম্পদ । 
** Trust Sector বলা হয় কাকে ? 

সুন্দর নামের অর্থ মেয়েদের (Beautiful girls name)- ৯ম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দু'কলম লিখতে । আজ ,মেয়েদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........



studenttipsall.blogspot.com



     উচ্চরণ             -------               অর্থ             ----------            ইংরেজি     

 সাবিয়্যাহ                      ----------              কন্যা                      ----------------          Sabiah
 সাবুরা                          -----------           ধৈর্যশীলা                   ----------------         Sabura
 সায়েমা                         -----------          রোযাদার                    ---------------          Sayema
 সালিহা                          ----------             পুণ্যবতী                    ----------------        Saleha
সাদিকা                           ----------            সত্যবাদিনী                 ---------------         Sadiqua
সাবিরা                          -----------           ধৈর্যশালী                      ---------------         Sabera
তহুরা                           -----------             পবিত্রা                       -----------------       Tahura
জহুরা                           ------------          প্রকাশিত হওয়া             ----------------         Jahura
জহিরা                          ------------           প্রকাশিত, দৃষ্ট                ---------------          Zahira
আরিফা                        ------------    আল্লাহর পরিচয় লাভ কারিনী   --------------          Arefa
আজিজা                         -----------              বাধ্য                            -------------           Aziza
আদিলা                           -----------         ন্যায়বিচারক মহিলা           -------------           Adila
আবিদা                           ----------            ইবাদতকারিনী                 -------------           Abida
আয়িশা                           ----------                আরামপ্রিয়                  --------------          Ayesha
আলিমা                           -----------               জ্ঞানী বতী                  --------------          Alima
ইসমাত                           -----------                সতীত্ব                        --------------          Ismat
আইন                             -----------              চোখ কূপ                     ---------------          Aien

কি ভাবে ফেসবুক ফ্যান পেজ খুলবেন (How can create a Facebook Fun page)

আসসালামুয়ালাইকুম!!!!! কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । আমার পোষ্ট সব সময় নতুনদের জন্য হয় । আজো তার ব্যতিক্রম নয় । কোন ভুল থাকলে জ্ঞানিরা ধরিয়ে দিয়েন । আমরা অনেক সময় শখ করে অথবা প্রয়োজনের তাগিতে ফেসবুকে ফ্যান পেজ খুলার গুরুত্ব অনুভব করি । আপনাদের সেই গুরুত্ব পূরর্ণের লক্ষে শুরু করলাম আজকের টিউন । 



আপনার নিচের ধাপ গুলো অনুসারণ করুন । প্রথমে ফেসবুকে গিয়ে নিচের মতো ইমেইল, পাসওয়ার্ড দিয়ে আইডি লগইন করি। সেটা আমরা সবাই জানি ।
www.facebook.com

লগইন হলে উপরে ডান পাশের ড্রপডাউন মেনু থেকে Create page বাটুনে ক্লিক করুন । নিচের চিত্রের মতো ।

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ৪য় পর্ব

আসসালামুয়ালাইকুম!!!! কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব ।

studenttipsall.blogspot.com

**বাংলাদেশের কৃষি ব্যবস্থা**

** কতভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশিল ? 
= ৮০ ভাগ । 
** চাষাবাদের সুবিদার্থে বাংলাদেশের ঋতুকে কত ভাগে ভাগ করা হয়েছ ? 
= ২ ভাগে ( রবি ঋতু ও খরিপ ঋতু) । 
** রবি শস্য বলতে বুঝায় কোনটিকে ? 
= শীতকালীন শস্যকে । 
** খরিপ শস্য বলতে বুঝায় কোনটিকে ? 
= গ্রীষ্মকালীন শস্যকে । 
** বাংলাদেশের অর্থনীতিকে কৃষি খাতে অবদান কত ? 
= ১৯.৯৫% (অর্থনৈতিক সমিক্ষা ২০১২) ্ 
** বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি ? 
= পাট । 
** বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি ? 
= চা ।

সুন্দর নামের অর্থ ছেলেদের (Beautiful boys name)- ৮ম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দু'কলম লিখতে । আজ ছেলেদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........


studenttipsall.blogspot.com



     উচ্চরণ             -------               অর্থ             ----------            ইংরেজি     

 মাসুম                           ----------          নিষ্পাপ, পবিত্র            ----------------           Masum
 মুইজ                           -----------        সম্মান প্রদানকারী          ----------------          Muyej
মানাজির                      ---------             দৃশ্যসমূহ                    ---------------            Manajir
মুকীত                         -----------           রিযিকদাতা                ---------------            Mukeet
মাকসুদ                      ----------             উদ্দেশ্য                      -----------------           Maksud
মাকসাদ                      -----------         উদ্দেশ্য                        -----------------           Maksad
মাকবুল                      -----------         গৃহীত, স্বীকৃত                 ----------------           Makbul

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ৩য় পর্ব

মানুষের তার নিজের  জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা । 
শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।

studenttipsall.blogspot.com


বাংলাদেশের নদ-নদী

** বাংলাদেশের প্রধান নদ-নদীর নাম -
= পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপূত্র, কর্ণফূলী, সুরমা, মধুমতি ।
** শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা-
=২৩০ ।
** বাংলাদেশের দৈর্ঘ্যতম নদী-
= মেঘনা (৩৩০ কি.মি.) ।
**বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম  নদী ।
= সুরমা (২৪৫ কি.মি.) ।
** বাংলাদেশের দীর্ঘতম নদ-
= ব্রহ্মপুত্র ।
** বাংলাদেশের খরস্রোতা নদী-
= কর্ণফুলী।
** বাংলাদেশের প্রশস্ত নদী । 
= মেঘনা (১৩,০০০ মিটার) ।
** বাংলাদেশে ও মায়ানমারকে বিভক্তকারী নদী ।
= নাফ ।
** নাফ নদীর দৈর্ঘ্য ।
= ৬৪ কি.মি.
** বাংলাদেশে ও ভারতের বিভক্তকারী নদী ।
= হাড়িয়াভাঙা নদী ।
** উৎপত্তিস্থলে মেঘনার নাম ।
= বরাক নদী ।
** দুই ভাগে বিভক্ত হয়ে মেঘনা কি কিন নামে প্রবাহিত হয় ।
= সুরমা ও কুশিয়ারা ।
** বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ।
= বুড়গিঙ্গা ।
** বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী  ।
= হালদা ও সাঙ্গু ।
** কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ।
= কর্ণফুলী নদীর উপর ।
** কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থপিত ।
= ১৯৬২ সালে ।
** কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে ।
= কর্ণফুলী নদীতে ।
** বাংলাদেশে মোট অভিন্ন বা আন্তঃ সীমান্তনদী ।
= ৫৮টি ।
** ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী ।
= ৫৫টি ।
** ভারত হতে বাংলাদেশে  আসা নদী ।
= ৫৫টি ।
** বাংলাদেশের আন্তর্জাতক নদীর সংখ্যা ।
= ১টি (পদ্মা/গঙ্গা)
** মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী ।
= ৩টি (নাফ, মাতামুহুরী ও সাঙ্গু )
** বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ।
= ধলেশ্বরী ।
** মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে ।
= সিলেট ।
** ব্রহ্মপূত্র নদী কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে ।
= কুড়িগ্রাম ।
** তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার মধ্যদিয়ে ।
= নীলফামারী জেলা ।
** ব্রক্ষপুত্র নদীর প্রধা শাখার নাম ।
= যমুনা ।
** বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে যে নদীর নাম অনুসারে ।
= ফেনী ।
** পদ্মা ও যমুনা মিলিত হয়েছে  যেখানে ।
= গোয়ালন্দ ।
** পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে যেখানে ।
= চাঁদপুরে ।
** সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে যেখানে ।
= ভৈরব ।
** পদ্মা নদীর উৎপত্তি ।
= হিমালয় পর্বতের গঙ্গাত্রী হিমবাহ থেকে ।
** মেঘনা নদীর উৎপত্তি ।
=আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণে লূসাই পাহাড় ।
** ব্রাহ্মপুত্র নদীর উৎপত্তি ।
= তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ।
**  কর্ণফুলী নদীর উৎপত্তি ।
= মিজোরামের লুসাই পাহাড় ।
** করতোয়া নদীর উৎপত্তি ।
= সিকিমের পর্বত অঞ্চল ।
** সাঙ্গু নদীর উৎপত্তি ।
= মায়ানমার - বাংলাদেশের সীমানার আরাকান পাহাড়  থেকে ।
** ফেনী নদীর উৎপত্তি ।
= পার্বত্য ত্রিপুরা পর্বত ।
** তিস্তা নদীর উৎপত্তি ।
= সিকিমের পর্বত অঞ্চল ।

তো চোখ রাখুন টিউন টলতে থাকবে । দেখা হবে আগামী পর্বে । .................................................।

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ২য় পর্ব

মানুষের তার নিজের  জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা ।  মানুষের সেই লক্ষকে আরো সুদৃঢ়ো করার জন্য শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।


http://studenttipsall.blogspot.com/2014/11/knowledgegeneral-knowledge-common-sense.html

বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় (The Identity of the Bangladesh)

** সরকারি নাম।
= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (The people's Republic of Bangladesh)
** বাণিজ্যিক রাজধানী।
= চট্টগ্রাম।
** জাতীয় প্রতীক।
= উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথার পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইট করে তারকা।
** ভাষা।
= রাষ্ট্রভাষা বাংলা।
** আয়তন।
=১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
** সীমানা।
= উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
** স্থল সীমা।
= ৪৪২৭ কিলোমিটার/৪৭১২ কিলোমিটার।
** জল সীমা।
= ৭১১ কিলোমিটার/২৮৩ কিলোমিটার।
** সীমান্তবর্তী দেশ।
= ২টি(ভারত ও মিয়ানমার)
** ভারতের সাথে সীমান্ত।
= ৪,১৫৬ কিলোমিটার/৩,৭১৫ কিলোমিটার।
** মিয়ানমারের সাথে সীমান্ত।
= ২৭১ কিলোমিটার/২৮৩ কিলোমিটার।
**ভূ-প্রকৃৃতি।
= বাংলাদেশের ভূ-প্রাকৃতি তিন ভাগে বিভক্ত- ১. পাহাড়ী এলাকা, ২. সোপন অঞ্চল, ৩. প্লাবন ভূমি বা পাললিক সমভূমি অঞ্চল।
** সরকার পদ্ধতি।
= সংসদীয় পদ্ধতির সরকার। গণতান্ত্রিক ব্যবস্থা, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এর নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে ৩০০ জন নির্বাচিত প্রতিনিধি থাকে। মোট আসন ৩৫০টি।
** মোট জনসংখ্যা ।
= ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন(৫ম আদমশুমারি-২০১১)। পুরুষঃ ৭ কোটটি ৬৩ লক্ষ ৫০ হাজার ৫১৮ জন। মহিলাঃ ৭ কোটি ৬১ লক্ষ ৬৭ হাজার ৪৯৭ জন।
** নারী ও পুরুষের অনুপাত।
= ১০০ : ১ ০০.৩
** মানুষের গড় আয়ু।
= ৬৭.২ বছর ।
** শিক্ষার হার ।
= ৫১.৮%।
** গড় মাথাপিচু আয়।
= +৮৪৮ মার্কিন ডলার ।
** মাধাপিছু বৈদেশিক ঋণ ।
=১০,১২ টাকা।
** কেন্দ্রীয় ব্যাংক ।
= বাংলাদেশ ব্যাংক।
** স্থানীয় সময় ।
= গ্রীনিচ সময় অপেক্ষা ৬ ঘন্টা আগে ।
** জলবায়ু ।
= মৌসুমি জলবায়ু বিরাজমান ।
** গড় তাপমাত্রা ।
= ২৫.২৭ ডিগ্রী সেলসিয়াস।
** গড় বৃষ্টিপাত ।
= ২০৩ সেন্টিমিটার ।
** ধর্ম ।
= মুসলমান ৯০.৩৫%, হিন্দু ৮.৫%, বৌদ্ধ ০.৬%, খ্রিস্টান ০.৩% এবং অন্যান্য ০.১% (আদমশুমারি-২০১১)
** অর্থনীতি ।
= বাংলাদেশের প্রধানতঃ কৃষি নির্ভর।
** খাদ্য ।
= প্রধান খাদ্য- ভাত, মাছ, সবজি ও ডাল ।
** বিভাগ ।
= ৭টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী,বরিশাল, সিলেট ও রংপুর)
** জেলা ।
= ৬৪টি ।
** সিটি কপোরেশন ।
= ১১টি (ঢাকা-উত্তর, ঢাকা-দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট, নারায়নগঞ্জ, কুমিল্লা, রংপুর ও গাজীপুর)।
** উপজেলা ।
= ৪৮৬টি ।
** পৌরসভা ।
= ৩১৫টি
** থানা ।
= ৬৩০টি ।
** টেলিভিশন কেন্দ্র ।
= ২টি (ঢাকা ও চট্টগ্রাম)
** টিভি সম্প্রচার কেন্দ্র ।
= ১৪টি
** মুদ্রা ।
= টাকা ।
** সমুদ্র বন্দর ।
= ২টি (চট্টগ্রাম ও মংলা)
** স্থল বন্দরের সংখ্যা ।
= ১৪টি
** আন্তর্জাতিক বিমান বন্দর ।
= ৩টি ( ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দর) ।
** দেশীয় সংবাদ সংস্থা ।
= বাসস, ইউএনবি, ইষ্টার্ণ নিউজ এজেন্সী ।

যদি চান এমন খবর আপনি নিয়মিত পান তবে চোখ রাখেন আমার ব্লগে । ভলো থাকবেন আশারাখি সাথে থাকবেন ।
দেখা হবে আগামী পর্বে

সুন্দর নামের অর্থ মেয়েদের (Beautiful girls name)- ৭ম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দু'কলম লিখতে । আজ মেয়েদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........

studenttiopall.blogspot.com


ইংরেজী নাম ------------- বাংলা নাম  --------------      অর্থ   -----------------যুক্ত নাম

     Hashmat      ----------         হাশমত            --------           প্রভাব প্রতিপত্তি                  
     Khair           ----------         খায়ির             --------            উত্তম  
    Khorsheda   ----------         খোরশিদা         --------            সূর্য                  
    Khadija        -----------         খাদিজা            --------           খাদিজা               
    Khalida        -----------          খালিদা           --------            স্থায়ী      
    Durdanah     -----------          দুরদানাহ        ---------           মোতির ছোটগুটি                 
    Dil-Afroj      -----------           দিল আফরোজ --------            প্রেমিকা          
    Dilshad        -----------           দিলশাদ          ---------            মনোহারিনী                 
     Dilruba       -----------           দিলরুবা         ---------              দিলরুবা                    
     Jakia          -----------            জাকিয়া         ---------               মেধাবিনী                 
     Rahat         -----------            রাহাত           ---------               আরম            
     Rajea         -----------            রাজিয়া         ---------               প্রত্যাবর্তনকারিনী               
     Rabeya      -----------             রাবিয়া         ---------                 চতুর্থ                 
     Rayahana   -----------            রায়হান         ---------                ফুলের তোড়া                
     Rowsan     -----------             রৌশন           --------                  জগত দ্যুতি আলোকিত  
     Rkaia        -----------             রোকাইয়া       ---------                ঝাড়ফুঁক কারিনী    
     Rifayat      ------------             রিফাআত      ---------                 উচ্চমর্যাদা          
     Rajia        ------------              রাজিয়া         ---------                 পছন্দনীয়           
    Rashida     ------------              রাশিদা         ---------                  রাশিদা           
     Sima         ------------              সিমা            ---------                 কপাল             
     Sabiha      ------------              শাবীহা         ---------                  সাদৃশ্য          
     Sobnam    ------------              শবনম         ---------                  কুয়াশা, শিশির        
    Rahima      ------------              রাহীমা        ---------                   দয়াবতি করুণাময়া       
    Jahida        ------------              যাহিদা        ---------                    ঐ              
    Juhida       ------------               যাহিদা        ---------                    ঐ               
    Jakiya        -----------                জাকিয়া      ---------                  পবিত্রা
    Jarina        -----------                 জরিনা       ---------                   গোলাপী রং কারুকাজ      
    Jarina        ------------               জরিনা        ---------                  গোলাপী রং কারুকাজ  
    Joynab      ------------                জয়নব      ---------                     তারকার নাম    
    Johra        ------------                 যুহরা        ---------                     তারকার নাম  
    Sajeda      ------------                 সাজিদা     ---------                      সেজদাকারিনী  
   Shahin      ------------                   শাহীন      ---------                      বাজপাখি  
    Shahid     ------------                  শাহিদ       ---------                      উপস্থিত   
    Shafia     ------------                   শাফিয়া     ---------                      সুপারিশকারীনি     
   Shayir      ------------                   শাঈরা      ---------                       কবি, জ্ঞানী
   Sahnaj     ------------                    শাহনাজ   ---------                       দুলহান 
   Sahar       ------------                    শহর        --------                        শহর, নগর        
  Shamima    ------------                   শামীমা     --------                        গোলাপ ফুলের সুগন্ধ   
  Shamshad   ------------                 শামশাদ     --------                         এক প্রকার বৃক্ষ  
 Shakila        ------------                  শাকীলা     --------                         প্রেমিকা   
  Sharafat     ------------                  শরাফত     --------                         ভদ্রতা, অাভিজাত্য   
 Shirin         ------------                   শীরীন       --------                          মিষিট, প্রিয়  
 Sufia          ------------                   সুফী         --------                          মুত্তাকীন, খোদাভীরু        
 Siddika      -----------                      সিদ্দিক    --------                          সত্যবাদিনী    

তো আজ এই পর্যন্ত । কথা আগামী পর্বে................
নিজের নাম পাচ্ছেন না বলে টিউনদেখা মিস্ করলে আপনিও মিসে পড়ে যেতে পারেন কারণ আগামী টিউনে আপনার নাম আসছে।।।।।।।।

পূর্বের পর্বগুলো নিচে ঃ

সুন্দর নামের অর্থ-১ম

সুন্দর নামের অর্থ-২য়

সুন্দর নামের অর্থ-৩য়

সুন্দর নামের অর্থ-৪র্থ 

 সুন্দর নামের অর্থ-৫ম

 সুন্দর নামের অর্থ-৬ষ্ঠ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্বোডের ২০১৫ রুটিন (All Bangladesh Education Board SSC Exam Routine-2015)

SSC Exam is going to be start at next 02/02/15

 

 

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোডের অধীনে মাধ্যমীক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ০২ ফেব্রুয়ারী ২০১৫ সাল। নিচের পরীক্ষার সময়সূচী পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে দেওয়া হল।






সকল শিক্ষার্থী যেন সুষ্ঠ্যভাবে পরীক্ষা সম্পান্ন করতে পারে, সে কামনাই সর্বদাই............


ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ১ম পর্ব

 

মানুষের তার নিজের  জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা । এ জন্য শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।


studenttipsall.blogspot.com


কোন দিনে কি হয়েছে ।


আন্তর্জাতিক

• যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা প্রধান জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেন।

  -- ০১/১০/২০১৪। বুধ বার


• ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দেতে ৯ দিনব্যাপী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (CPA) ৬০ তম 

   সম্মেলন   শুরু ।

  -- ০২/১০/২০১৪। বৃহস্পতিবার

• স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বাীকৃতি দেয়ার ঘোষনা দেয় সদ্য ক্ষমতায় আসা সুইডিশ বামপন্থী সরকার।

  --  ০৩/১০/২০১৪। শুক্রবার


• ব্রাজিলে প্রথম দফা প্রেসিডেন্ট এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত। 

  -- ০৫/১০/২০১৪। রবিবা 


• ২০১৪ সালের নোবেল পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু। (2014 Nobel Prize winners to announce).

  -- ০৬/১০/২০১৪। সোম

• ডি-৮(D-8) ভুক্ত দেশগুলোর বাণজ্যমন্ত্রী পর্যায়ের দু'দিনব্যাপী দ্বিতীয় সম্মেলন তুরস্কের ইন্তানবুলে শুরু।

  -- ২০/১০/২০১৪। সোম বার


সাম্প্রতিক খবর [ Recent News]

বাংলাদেশ

• যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয়েছে।

-- প্যাটারসন, নিউজার্সি।

• যে যুদ্ধ জাহাজকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা ।

-- বানৌজা ঈসা খাঁ, বানৌজ বঙ্গবন্ধু, বানৌজ ওসমা

• মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিযুদ্ধের সময় নূন্যতম বয়স ছিল।

-- ১৫ বছর 

• পদ্মা সেতুর তদারকির জন্য পরামর্শক-

-- কোরিয়ান এ্রক্সপ্রেসওয়ে কর্পোরেশন 

• কৈলশটিলা তেলকূপ অবস্থিত ।

-- সিলেট

• যে বিমানগুলো বোয়িং কোম্পানি কর্তৃক তৈরি।

-- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙ্গাপ্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী

• দেশে ০১/১০/২০১৪ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়েল সংখ্যা। 

-- ৬২, ৯১৪টি

• বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাদুঘর যে দিন উদ্বোধন করা হয়। 

-- ২৭/১০/২০১৪

• বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর অবস্থিত। 

-- জাতীয় প্যারেড স্কোয়ার, আগারগাঁও, ঢাকা

•  বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর উদ্বোধন করা হয়-

-- ২৮/০৯/২০১৪

• BCPCL-এর পূর্ণরূপ কী ?

-- Bangladesh China Power Company Limited.


আন্তর্জাতিক

• কোবানি শহর অবস্থিত । 

-- সিরিয়া

• আন্তর্জাতিক মাটি বর্ষ সাল_

-- ২০১৫ সাল

• দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ইন্টার পার্লমেন্টারি প্রথম প্রেসিডেন্ট হন_

-- গুরুদয়াল সিং ধিলন

• আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা_

-- ১৭১টি

• পর্তুগিজ ভাষার দেশসমূহের কমিউনিটি (CPLP)-এর বর্তমান সদস্য সংখ্যা।

-- ৯টি

• স্থায়ী  সালিশি আদালত (PCA)-এর বর্তমান সদস্য দেশ সংখ্যা-

-- ১১৬টি

• যে সাল থেকে যুক্তরাষ্ট্র ছিল বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ।

-- ১৮৭২ সাল

• ২২ অক্টোবর ২০১৪ সালে যে দেশ ষষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা ইউসুফফজাঈকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।

-- কানাডা

• যে উন্যাসের জন্য রিচার্ড ফ্লোনাগান ম্যান বুকার পুরষ্কার লাভ করেছেন।

-- The Narrow Road to the Deep North

• ২০১৪ সাল নোবেল বিজয়ী ব্যক্তিদের সংখ্যা। 

-- ১৩ জন

• সর্বকনিষ্ঠ নোবেল জয়ী যে। 

-- মালালা ইউসুফজাঈ

• যেটি গম উৎপাদনে শীর্ষ দেশ । 

-- চীন 

• দানাশস্য রপ্তানিতে শীর্ষ দেশ।

-- যুক্তরাষ্ট্র








সুন্দর নামের অর্থ ছেলেদের (Beautiful boys name)- ৬ষ্ঠ পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দুকলম লিখতে । আজ ছেলেদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । জেনে নিতে পারে আপনার নামের অর্থও...........

studenttiopall.blogspot.com


   ইংরেজী নাম ------------- বাংলা নাম  --------------      অর্থ   -----------------যুক্ত নাম

     Masum        -----------             মাসুন           ----------            পবিত্র                    -----     মাসুমুল হক
     Muyej         -----------             মুইজ            ----------         সম্মান প্রদানকারী       -----     মুঈজুদ্দীন
     Manajir       -----------             মানাজির       ----------        দৃশ্যসমূহ                     -----    মানাজির আহমেদ
     Mukeet       -----------             মুকীত           ----------        রিযিকদাতা                 -----   আব্দুল মুকীত
     Maksud      -----------             মাকসুদ         -----------        উদ্দেশ্য                       -----    মাকসুদুল হক
     Maksad      -----------             মাকসাদ        -----------        উদ্দেশ্য                       -----     মাকসাদুল হক
     Makbul      -----------             মকবুল          -----------        গৃহীত                         -----     মাকবুলুর রহমান
     Mufeed      -----------             মুফীদ           -----------         উপকারী                    -----     মুফিদুল ইসলাম
     Munir        -----------             মুনির            -----------         উজ্জ্বল                       -----      মনিরুজ্জামান
     Minhaj      -----------             মিনহাজ         -----------         প্রশস্ত,                       -----       মিনহাজুদ্দিন
     Mansur     -----------             মানসুর          -----------         সাহায্যপ্রাপ্ত                -----      মানসুরুল হক
     Mannan    -----------              মান্নান          -----------          করুণাময়                 -----      আব্দুল মান্নান     
     Mahdy      -----------              মাহদী          -----------          পথপ্রাপ্ত                     -----       মাহদী হাসান
     Mahtab     ------------             মাহতাব       -----------          চাঁদ                          ------      মাহতাবুদ্দিন
     Mamin     -------------            মুমিন          -----------           বিশ্বাসী                     ------      মুমিনুল হক
     Nasir        -------------           নাসির         -----------           সাহায্যকারী              -------     নাসিরুল ইসলাম
     Nisar        ------------             নিছার         -----------            উৎসর্গ                    -------    নিছারু হক
     Majid       -------------            মজিদ          -------                 বুজর্গ                      -------    আব্দুল মজিদ
    Mujaddid   ------------            মুজাদ্দিদ      ----------             নব সৃষ্টিকারী            -------    মুজাদ্দিদুল হাসান
     Matin       ------------             মতিন         ----------               দৃঢ়                         -------     আব্দুল মতিন
     Mubin      ------------             মুবিন         ----------              স্পষ্ট, প্রকাশ্য            --------   আব্দুল মুবিন
     Muhy       ------------             মুহী            ----------              জীবিতকারী            --------    মুহিউদ্দীন
    Mahmud   ------------             মাহমুদ       ----------               প্রশংসিত                --------     মাহমুদুল হাসান
    Muhsin    ------------              মুহসিন      ----------               উপকারী                -------       মুহসিনুল ইসলাম
    Mahbub   ------------             মাহবুব       ----------                প্রিয়, বন্ধু               -------      মাহবুবুল হক
    Muhib       -----------                 মুহিব      ----------                 বন্ধু                     ------       মুহিববুল হক
    Muslim     -----------                মুসলিম     ----------                 মুসলিম               ------       মুসলিমুদ্দিন
    Murshed   ------------             মুশির্দ         ----------                 আধ্যাত্মিক গুরু   ------        মুর্শিদুল খায়ের
    Murad       ------------             মুরাদ         ----------                উদ্দেশ্য, আশা       -------      মমরাদুল ইসলাম
    Mukhtar    -----------             মুখতার       ----------                 আযাদ                -------        মুখতাব আহমদ
    Muhit        ------------            মুহিত         ----------                  বেষ্টনকারী         -------        আব্দুল মুহিত     Matlub      ------------              মাতলুব     ----------                  আকাঙ্ক্ষিত            -------       মাতলুবুর রহমান
    Muslih      ------------             মুসলিহ       ----------                  সংশধনকারী      -------       মুসলেহুদ্দিন
    Misbah     ------------            মিসবাহ্        ----------                  প্রদীপ                -------       মিসবাহুদ্দিন
   Mashud     ------------            মাশহুদ         ----------                   হাজির, মওজুদ    -------     মাশহুদ্দিন
    Mashfique ------------            মুশফিক      ----------                   স্নেহশীল, দয়ালু   --------    মুশফিকুর রহমান
   Mustak       ------------            মুশতাক       ----------                   অনুবক্ত             --------     মুশতাক আহমদ
   Maruf         ------------            মারুফ        ----------                    প্রসিদ্দ                -------      মারুফ বিল্লাহ
   Miraj         ------------             মিরাজ          ----------                     সিড়ি          ---------        মিরাজুল হক
 Ferdaws      -------------             ফিরদাউস     -----------               বেহেশত          ------       ফিরদাউসুল হাসান
Farhat        -------------              ফারহাত         ----------                 খুশী, আনন্দ    ------        ফারহাতুল হাসান
Fayej          -----------            ফয়েজ             -----------                করুণা, দয়া       -------       ফয়েজুল রহমান
Firooz        -----------             ফিরোজ            -----------                বিজয়ী              -------      ফিরোজ আহমদ
Fuad          -----------             ফুয়াদ              -------------            অন্তর, মন          --------      ফুয়াদুল হাসান

তো আজ এই পর্যন্ত । কথা আগামী পর্বে................
পূর্বের পর্বগুলো নিচে ঃ

সুন্দর নামের অর্থ-১ম

সুন্দর নামের অর্থ-২য়

সুন্দর নামের অর্থ-৩য়

সুন্দর নামের অর্থ-৪র্থ 

 সুন্দর নামের অর্থ-৫ম

সুন্দর নামের অর্থ মেয়েদের (Beautiful girls name)- ৫ম পর্ব

আবারও হাজির হলাম আপনাদের সামনে সোনামনিদের সুন্দর নামের অর্থ নিয়ে দুকলম লিখতে । আজ মেয়েদের সুন্দর নামের অর্থ নিয়ে লিখব । 

studenttiopall.blogspot.com


   ইংরেজী নাম ------------- বাংলা নাম  --------------      অর্থ   -----------------যুক্ত নাম

     Akhtar        -----------             আখতার         ----------            তারকা           -----     আখাতরুন্নিসা
     Akhlak       -----------             আখলাক         ----------             সচ্চরিত্র          -----     আখলাকুন্নিসা
     Ihtisham     -----------             ইহতিশাম       ----------      বুযর্গী, জঁাকজমক  -----    ইহতিশামুন্নিসা
     Aftab          -----------             আফতাব       ----------                 সূর্য              -----    আফতাবুন্নিসা
     Ashraf        -----------             আশরাফ       -----------                 ভদ্র              -----     আরশাফুন্নিসা
     Asia            -----------             আছিয়া         -----------        এক প্রকার মিষ্টি     -----     আছিয়া খাতুন
     Asma          -----------             আসমা          -----------           নিদর্শনসমূহ        -----     আসমা খাতুন
     Irshad         -----------              ইরশাদ         -----------           সৎপথ প্রদর্শন     -----      ইরশাদুন্নিসা
     Arjumand   -----------            আরজুমান্দ     -----------              আকাঙ্ক্ষী        -----       আরযুমান্দ বেগম
     Arzumand  -----------            আরযুমান্দ      -----------              ভাগ্যবান         -----       লায়লা আর্জুমান্দ
     Anwer        -----------             আনওয়ার      -----------         উজ্জ্বল, জ্যোতিষ্ক   ------      আনওয়ারা বেগম
     Anjuman    -----------              আনজুমান     -----------               মাহফিল         -----  আনজুমান আরা বেগম
     Rahila        -----------              রাহিলা          -----------             ভ্রমণকারিনী      ------       রাহিলা খাতুন
     Amina       ------------             আমিনা         -----------            আমানতদার       -------      আমিনা খাতুন
     Amira       -------------            আমিরা         -----------             ধনাঢ্য মহিলা      -------      আমিরুন্নিসা
     Afsar         -------------            আফসার       -----------             পাক শিকারী      -------       আফসারী বেগম
     Bahar         ------------             বাহার          -----------               বসন্তকাল         --------    গোলবাহার বেগম
     Bilkis         ------------             বিলকিস          -------       সাবা শহরের রানীর নাম -----       বিলকিস বেগম
     Barkat        ------------              বরকত        ----------                 বরকত          --------       বরকতুন্নিসা
     Parsa          ------------              পারসা         ----------               খোদাভীরু        --------       পারসা বেগম
     Parveen      ------------             পারভীন       ----------              সপ্তর্ষি মন্ডল       --------    পারভীন আখতার
     Tanvir        ------------             তানভীর       ----------           আলোকিত করা     --------      তানভীরুন্নিসা
    Tamanna     ------------             তামান্না         ----------               আকাঙ্ক্ষা          --------       তামান্না বেগম
    Tasnima      ------------            তাসনীমা        ----------       বেহেশতের একটি শহর  ------- তাসনীমা খাতুন
    Taslim         ------------             তাসলীমা       ----------            আত্মসমর্পণ           -------   তাসলীমা খাতুন
    Samirah       -----------             সামিরাহ         ----------               কল্যাণকর          ----       সামিরাহ্ খাতুন
    Samin          -----------              সামিন           ----------                 মূল্যবান           ------     সামিনা বেগম
    Suraiya       ------------              সুরাইয়া         ----------            এক তারকার নাম ------      সুরাইয়া খাতুন
    Jahan          ------------              জাহান           ----------               জগত সৌন্দর্য    -------      জাহান-আরা
    Jannat         ------------             জান্নাত           ----------                 বেহেশত         -------       জান্নাত আরা
    Jamila         ------------             জামীলা          ----------                   সুন্দরী          -------      জামীলা খাতুন
    Hasina        ------------            হাসীনা            ----------                   সুন্দরী           --------   হাসিনা আখতার
    Husne        -------------              হুসনে           ----------               জগত সৌন্দর্য     --------     হুসনে আরা
    Habibah     ------------            হাবিবাহ্          ----------              বান্ধবী, প্রেমিকা   --------   হাবিবাহ্ খাতুন
    Hamidah    ------------            হামিদাহ্          ----------               প্রশংসাকারিনী    --------    হামিদাহ্ খাতুন
    Hayat         ------------              হায়াত          ----------                 জীবন, বয়স     --------      হায়াতুন্নিসা
    Halima      -------------             হালিমা          ----------                    ধৈর্যশীল        --------      হালিমা খাতুন
    Hafsa        -------------              হাফসা          ----------                     হাফসা          -------       হাফসা খাতুন
    

তো আজ এই পর্যন্ত । কথা আগামী পর্বে................
পূর্বের পর্বগুলো নিচে ঃ

সুন্দর নামের অর্থ-১ম

সুন্দর নামের অর্থ-২য়

সুন্দর নামের অর্থ-৩য়

সুন্দর নামের অর্থ-৪র্থ