পৃষ্ঠাসমূহ

জানুন বাংলাদেশের পর্যটন স্থান ও বর্তমান স্থানের পুরাতন নাম । (Bangladeshi tourist places and the place of the old name)

আসসালামুয়ালাইকুম!!!! কেমন আছেন সবাই। প্রথমে সবার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পোষ্ট । আজ কোন পূর্ব পরিকল্পনা ছিল না পোষ্ট সম্পর্কে । জানতে এবং জানাতেই সবথেকে সব থেকে বেশি ভালোবাসি । তাই আমার এই পোষ্ট থেকে আপনারা যদি ক্ষুদ্র পরিমাণও উপকৃত হন তবে আমি তাতে তুষ্ট ।

ইতিহাস ঐতিহ্যের দিক থেকে বলতে গেলে বাংলাদেশ গৌরবের পাত্র । সৃষ্টি কর্তা তার যে রূপ দিয়েছে সে কথা বলতে গেলে ঢেলেই দিয়েছে । এজন্য প্রতি বছর হাজারও দর্শন পিপাসু মানুষ ছুটে আসে বাংলার এই রূপকে উপভোগ করাতে । আজ আপনাদের জানাবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্থান ।

  • বাংলাদেশের সমুদ্র সৈকতের তালিকা ।
  1.  কক্সবাজার
  2. কুয়াকাটা
  3. পতেঙ্গা
  4. সেন্ট মার্টিন দ্বিপ
  5. নিঝুম দ্বীপ
  • বাংলাদেশের অপরূপ সব পার্বত্য  ।
  1. বান্দরবন জেলা
  2. খাগড়াছড়ি জেলা
  3.  রাঙামাটি জেলা
  4. জাফলং
  5. শ্রীপুর
  6. শ্রীমঙ্গল
  • বাংলাদেশের অপরূপ দ্বীপের নাম । 
  1. ছেঁড় দ্বীপ
  2. ভোলা
  3. হাতিয়া
  4. কুতুবদিয়া
  5. মনপুরা
  6. নিঝুম দ্বীপ
  7. সন্দ্বীপ
  8. সোনাদিয়া
  9. সেন্ট মার্টিন দ্বীপ
  • বাংলাদেশের বন ।
  1. সুন্দরবন
  2. ভাওয়াল
  3. লাওয়াছাড়া বন
  • বাংলাদেশের জলপ্রপাত।
  1. হাম হাম
  2. মাধবকুন্ডু
  3. নাফা-খুম
  • বাংলাদেশের প্রত্নতাত্বিক অঞ্চল ।
  1. ছোট কাটরা 
  2. জগদ্দলা মহাবিহার 
  3. মহাস্থনগড়
  4. ময়নামতি 
  5. মসজিদের শহর বাগেরহাট
  6. নোয়াপাড়া- ঈশানচন্দ্রনগর
  7. সোনারগাঁও
  8. সোমপু মহাবিহার
  9. উয়ারি-বটেশ্বর
  • বাংলাদেশের সব স্থাপত্য । 
  1. আহসান মঞ্জিল
  2. বড় কাটরা
  3. কার্জন হল
  4. জাতীয় সংসদ ভবন
  5. লালবাগ কেল্লা
  6. নর্থরুক হল 
  • বাংলাদেশের ঐতিহাসিক ধর্মীয় স্থান । 
  1. ষাট গম্বুজ মসজিদ
  2. কান্তজির মন্দির
  3. Buddha Dhatu jadi
  4. আর্মেনিয়ান গীর্জা
বাংলাদেশের প্রতিটি স্থানই ইতিহাস ঐতিহ্যে ভরা । নিচে বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান নামের পুরাতন নাম সমূহ ।
                      

বর্তমান নাম
পুরাতন নাম
ঢাকা
জাহাঙ্গীরনগর
চট্টগ্রাম
ইসলামাবাদ
থুলনা
জাহানাবাদ
সিলেট
জালালাবাদ
যশোর
খিলাফাতাবাদ
বাগেরহাট
খলিফাবাদ
ময়মনসিংহ
নাসিরাবাদ
ফরিদপুর
ফাতেহাবাদ
বরিশাল
ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
কুমিল্লা
ত্রিপুরা
কুষ্টিয়া
নদীয়া
ফেনী
শমসের নগর
কক্সবাজার
ফালকিং
জামালপুর
সিংহজানী
দিনাজপুর
গন্ ডোয়ানাল্যান্ড
ভোলা
শাহবাজপুর
মুন্সিগঞ্জ
বিক্রমপুর
গাইবান্ধা
ভবানীগঞ্জ
রাজবাড়ী
গোয়ালান্দ
সাতক্ষীরা
সাতঘরিয়া
মহাস্থানগড়
পুন্ডবর্ধন
ময়নামতি
রোহিতগিরি
সোনারগাঁও
সুবর্ণগ্রাম
নোয়াখালী
সুধারাপমপুর
মুজিবনগর
বৈদ্যনাথতলা
আসাদ গেট
আইয়ুব গেট
শেরে বাংলা নগর
আইয়ুব নগর
রাঙামাটি
হরিকেল
সেন্ট মার্টিন
নারিকেল জিঞ্জিরা
নিঝুম দ্বীপ
বাউলারচর



বাড়তি কথা বাড়িয়ে পোষ্টটা বেশি বড় করলাম না । আজ এই পর্যন্ত কথা হবে আগামী টিউনে । সেই পর্যন্ত সকলেই সুস্থ্য থাকুন-ভালো থাকুন।