পৃষ্ঠাসমূহ

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ২য় পর্ব

মানুষের তার নিজের  জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা ।  মানুষের সেই লক্ষকে আরো সুদৃঢ়ো করার জন্য শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।


http://studenttipsall.blogspot.com/2014/11/knowledgegeneral-knowledge-common-sense.html

বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় (The Identity of the Bangladesh)

** সরকারি নাম।
= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (The people's Republic of Bangladesh)
** বাণিজ্যিক রাজধানী।
= চট্টগ্রাম।
** জাতীয় প্রতীক।
= উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথার পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইট করে তারকা।
** ভাষা।
= রাষ্ট্রভাষা বাংলা।
** আয়তন।
=১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
** সীমানা।
= উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
** স্থল সীমা।
= ৪৪২৭ কিলোমিটার/৪৭১২ কিলোমিটার।
** জল সীমা।
= ৭১১ কিলোমিটার/২৮৩ কিলোমিটার।
** সীমান্তবর্তী দেশ।
= ২টি(ভারত ও মিয়ানমার)
** ভারতের সাথে সীমান্ত।
= ৪,১৫৬ কিলোমিটার/৩,৭১৫ কিলোমিটার।
** মিয়ানমারের সাথে সীমান্ত।
= ২৭১ কিলোমিটার/২৮৩ কিলোমিটার।
**ভূ-প্রকৃৃতি।
= বাংলাদেশের ভূ-প্রাকৃতি তিন ভাগে বিভক্ত- ১. পাহাড়ী এলাকা, ২. সোপন অঞ্চল, ৩. প্লাবন ভূমি বা পাললিক সমভূমি অঞ্চল।
** সরকার পদ্ধতি।
= সংসদীয় পদ্ধতির সরকার। গণতান্ত্রিক ব্যবস্থা, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এর নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে ৩০০ জন নির্বাচিত প্রতিনিধি থাকে। মোট আসন ৩৫০টি।
** মোট জনসংখ্যা ।
= ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন(৫ম আদমশুমারি-২০১১)। পুরুষঃ ৭ কোটটি ৬৩ লক্ষ ৫০ হাজার ৫১৮ জন। মহিলাঃ ৭ কোটি ৬১ লক্ষ ৬৭ হাজার ৪৯৭ জন।
** নারী ও পুরুষের অনুপাত।
= ১০০ : ১ ০০.৩
** মানুষের গড় আয়ু।
= ৬৭.২ বছর ।
** শিক্ষার হার ।
= ৫১.৮%।
** গড় মাথাপিচু আয়।
= +৮৪৮ মার্কিন ডলার ।
** মাধাপিছু বৈদেশিক ঋণ ।
=১০,১২ টাকা।
** কেন্দ্রীয় ব্যাংক ।
= বাংলাদেশ ব্যাংক।
** স্থানীয় সময় ।
= গ্রীনিচ সময় অপেক্ষা ৬ ঘন্টা আগে ।
** জলবায়ু ।
= মৌসুমি জলবায়ু বিরাজমান ।
** গড় তাপমাত্রা ।
= ২৫.২৭ ডিগ্রী সেলসিয়াস।
** গড় বৃষ্টিপাত ।
= ২০৩ সেন্টিমিটার ।
** ধর্ম ।
= মুসলমান ৯০.৩৫%, হিন্দু ৮.৫%, বৌদ্ধ ০.৬%, খ্রিস্টান ০.৩% এবং অন্যান্য ০.১% (আদমশুমারি-২০১১)
** অর্থনীতি ।
= বাংলাদেশের প্রধানতঃ কৃষি নির্ভর।
** খাদ্য ।
= প্রধান খাদ্য- ভাত, মাছ, সবজি ও ডাল ।
** বিভাগ ।
= ৭টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী,বরিশাল, সিলেট ও রংপুর)
** জেলা ।
= ৬৪টি ।
** সিটি কপোরেশন ।
= ১১টি (ঢাকা-উত্তর, ঢাকা-দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট, নারায়নগঞ্জ, কুমিল্লা, রংপুর ও গাজীপুর)।
** উপজেলা ।
= ৪৮৬টি ।
** পৌরসভা ।
= ৩১৫টি
** থানা ।
= ৬৩০টি ।
** টেলিভিশন কেন্দ্র ।
= ২টি (ঢাকা ও চট্টগ্রাম)
** টিভি সম্প্রচার কেন্দ্র ।
= ১৪টি
** মুদ্রা ।
= টাকা ।
** সমুদ্র বন্দর ।
= ২টি (চট্টগ্রাম ও মংলা)
** স্থল বন্দরের সংখ্যা ।
= ১৪টি
** আন্তর্জাতিক বিমান বন্দর ।
= ৩টি ( ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দর) ।
** দেশীয় সংবাদ সংস্থা ।
= বাসস, ইউএনবি, ইষ্টার্ণ নিউজ এজেন্সী ।

যদি চান এমন খবর আপনি নিয়মিত পান তবে চোখ রাখেন আমার ব্লগে । ভলো থাকবেন আশারাখি সাথে থাকবেন ।
দেখা হবে আগামী পর্বে

কোন মন্তব্য নেই: