পৃষ্ঠাসমূহ

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ৪য় পর্ব

আসসালামুয়ালাইকুম!!!! কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব ।

studenttipsall.blogspot.com

**বাংলাদেশের কৃষি ব্যবস্থা**

** কতভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশিল ? 
= ৮০ ভাগ । 
** চাষাবাদের সুবিদার্থে বাংলাদেশের ঋতুকে কত ভাগে ভাগ করা হয়েছ ? 
= ২ ভাগে ( রবি ঋতু ও খরিপ ঋতু) । 
** রবি শস্য বলতে বুঝায় কোনটিকে ? 
= শীতকালীন শস্যকে । 
** খরিপ শস্য বলতে বুঝায় কোনটিকে ? 
= গ্রীষ্মকালীন শস্যকে । 
** বাংলাদেশের অর্থনীতিকে কৃষি খাতে অবদান কত ? 
= ১৯.৯৫% (অর্থনৈতিক সমিক্ষা ২০১২) ্ 
** বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি ? 
= পাট । 
** বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি ? 
= চা ।
** শস্যভান্ডার বলা হয় কোনটিকে ? 
= বরিশালকে । 
** আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান (BINA)  প্রতিষ্ঠিত হয় কখন ? 
= ১৯৭২ সালে । 
** বাংলাদেশে এ পর্যন্তকৃষিশুমারী হয় কয় বার ? 
= ৪ বার (১৯৭৭, ১৯৮৬, ১৯৯৭, ২০০৮)। 
** বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি ? 
= ধান । 
** বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে ধান উৎপাদন হয় ? 
= ময়মনসিংহ জেলায় । 
** ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত ? 
= চতুর্থ । 
** ইরিটম কি ? 
=বাংলাদেশের একটি উন্নতমানের ধান । 
** ব্রিশাইল কী ? 
= একটি উন্নতজাতের ধান । 
** আলোক ৬২০১ কি ? 
= উচ্চফলনশীল এক জাতের ধান । 
** বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউটের নাম কী ? 
= বিরি (Bangladesh Rice Research Institute) ।
** ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায় ? 
= জয়দেবপুর । 
** বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের নাম কী ?
=  Bangladesh Agriculture Research Institute.
** পাটকে কী বলা হয় ? 
= সোনালি আঁশ । 
**  বাংলাদেশের কোন জেলায় পাট বেশি জন্মে ? 
= রংপুরে । 
** পাট উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি ? 
= ভারত । 
** পাট উৎপাদনে দ্বিতীয় দেশ কোনটি ? 
= বাংলাদেশ । 
** পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? 
= বাংলাদেশে । 
** জুটন কী ?
= ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার বস্ত্র । 
** জুটনের আবিষ্কারক কে ? 
= ড. মোহাম্মাদ ছিদ্দিকুল্ল্যাহ । 
** প্রচ্যের ডান্ডি বলা হয় কাকে ? 
= নারায়ণগঞ্জকে । 
** বাংলাদেশের পাট ব্যবসায়ের প্রধান কেন্দ্র কোনটি ? 
=  নারায়ণগঞ্জ ।
** আন্তর্জাতিক পাট সংস্থার নাম কি ? 
= IJO (International Jute Orgonization) 
** আন্তর্জাতিক পাট সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে ? 
= ১৯৮৪ সালে । 
** আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর কোথায় ? 
= ঢাকায় । 
** বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ? 
= রংপুরে । 
** বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় কত সালে ? 
= ১৮৫৭ সালে । 
**  বাংলাদেশের প্রথম চা বাগান কোথায় অবস্থিত ? 
= সিলেটের মালনিছড়া । 
** বাংলাদেশের সর্ব শেষ চা বাগান অবস্থিত কোথায় ? 
= পঞ্চগড় । 
** কোন জেলায় সবচেয়ে বেশি চা জন্মে ? 
= মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে । 
** চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত ? 
= এগারতম । 
** চা উৎপাদনে ভারতের অবস্থান কত ? 
= প্রথম । 
** বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা কত ? 
= ১৬৩ । 
** বাংলাদেশের প্রধানত রেশম গুটি চাষ হয় কোথায় কোথায় ? 
= রাজশাহী জেলায়। তাছাড়া নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজাপুর, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, কুমিল্লা ও চট্টেগ্রাম অঞ্চলে । 
** বাংলাদেশে রেশম বোর্ড অবস্থিত কোথায় ? 
= রাজশাহীতে । 
** তুলা বেশি জন্মে কোথায় ? 
= যশোর । 
** সফলও অগ্রণ কী ? 
= উন্নত জাতের সরিষা । 
** বাংলাদেশে রাবার উৎপন্ন হয় কোথায় ? 
= চট্টগ্রাম, মধুপর, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের রামু নামক স্থানে । 
** বাংলাদেশে রাবার চাষ শুরু হয় কথন থেকে ? 
= ১৯৬৫ সালে । 
** রূপালী ও ডেলফোর্স কী ? 
= উন্নত জাতের তুলা শস্য । 
** বাংলাদেশের বেশি আনারস উৎপন্ন হয় কোথায় ? 
= পার্বত্য চট্টগ্রাম ও সিলেট জেলায় । 
 ** বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি ? 
= তিস্তা বাঁধ প্রকল্প (রংপুর) । 
** বাংলাদেশে আখ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ? 
=ইশ্বরদ্বীতে । 
** জুমচাষ করা হয় কোন এলাকায় ? 
= পাহাড়ী এলাকায় । 
** বাংলাদেশের উল্লেখযোগ্য ধান বীজের নাম কী ? 
= ময়না, বিপ্লব, গাজী, ইরিটম, ব্রিশাইল, আলোক-৬২০১, সোনার বাংলা-১, সুপার রাইসম, বলাকা, কঞ্চন ইত্যাদি । 


ধারাবাহিকতা বজায় রাখু, আপনার জ্ঞানকে সমৃদ্ধো করুন । 

আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ।

কোন মন্তব্য নেই: