পৃষ্ঠাসমূহ

ছাত্রদের জ্ঞান ভান্ডার (knowledge/General knowledge/ Common sense For Student) - ৫ম পর্ব

আসসালামুয়ালাইকুম!!!! কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব ।





বাংলাদেশের প্রাণী ও পানি সম্পদ 
** বাংলাদেশের স্বাদুু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত ? 
= ২৭০টি । 
** বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত ? 
= চাঁদপুরে । 
** বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ? 
= ময়মনসিংহে । 
** চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? 
= খুলনার পাইকগাছায় । 
** White Gold কি ?
= বাংলাদেশের চিংড়ি সম্পদ । 
** Trust Sector বলা হয় কাকে ? 
= হিমায়িত খাদ্যকে ।
** চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোনটিকে ? 
= খুলনা অঞ্চলকে । 
** বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় কখন ? 
= ৫ মে ১৯৯৫ সালে । 
** বাংলাদেশের গবাদিপশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? 
= ঢাকার সাভারে । 
** Black Bengal বলা হয় কাাকে ? 
= কালো জাতের ছাগল কে ।
** ব্ল্যাগ কোয়াটার কি ? 
= গবনাদি পশুর রোগ ।
**বাংলাদেশে প্রথম আর্সোনিক ধরা পদে কত সালে ?
= ১৯৯৩ সালে । 
** বাংলাদেশে সর্বাধিক আর্সোনিক আক্রান্ত জেলা কোনটি ? 
= চাঁদপুর জেলা । 
** বাংলাদেশে আর্সোনিক আক্রান্ত জেলার সংখ্যা কতটি ? 
= ৬১টি জেলা । 
** WHO এর মতে আর্সোনিকের গ্রহণযোগ্য মাত্রা কত ? 
= ০.০৫ লিটার । 
** বাংলাদেশ প্রাপ্ত আর্সোনিকের মাত্রা কত ? 
= ১.০১ মিলিগ্রাম । 

বাংলাদেশের বনজ সম্পদ 

** UNESCO  সুন্দরবনকে ‌বিশ্বে ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন তারিখে ? 
= ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে । 
** UNESCO সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের কত তম ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয় ? 
= ৫২২ তম । 
** সরকারি হিসেবে বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ বনভূমি রয়েছে ? 
= ১৭.৫০% প্রায় । 
** একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি ? 
= সুন্দরবন । 
** সুন্দরবনের আয়তন কত ? 
= ৫৭৪৭ বর্গ কি.মি. 
** সুন্দরবনো কত শতাংশ বাংলাদেশে পড়েছে ? 
= ৬২শতাংশ । 
** সুন্দরবন বাংলাদেশের কয়টি  জেলা কে স্পর্শ করেছে ? 
= ৫টি । 
** সুন্দরবন বাংলাদেশের যে পাঁচটি জেলা কে স্পর্শ করেছে সেগুলো কী কী ? 
= খুলনা, বাগরেহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা । 
** পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে কয়টি জেলায় ? 
= ৭টি জেলায় । 
** পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে জেলাগুলো কী কী ? 
= সাতক্ষীরা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, খুলনা ও বাগেরহাট । 
** মধুপুরের বনাঞ্চল অবস্থিত কোথায় ? 
= গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় । 
** বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ? 
= চট্টগ্রাম । 
** ‍'ম্যানগ্রোভ' কোথায় দেখতে পাওয়া যায় ? 
= সুন্দরবন ও কক্সবাজারের উপকূললীয় জলাভূমিতে । 
** বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে কোন বিভাগে ? 
= রাজশাহী বিভাগে ।

ধারাবাহিকতা বজায় রাখু, আপনার জ্ঞানকে সমৃদ্ধো করুন । 

আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ।


কোন মন্তব্য নেই: