পৃষ্ঠাসমূহ

কি ভাবে ফেসবুক ফ্যান পেজ খুলবেন (How can create a Facebook Fun page)

আসসালামুয়ালাইকুম!!!!! কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । আমার পোষ্ট সব সময় নতুনদের জন্য হয় । আজো তার ব্যতিক্রম নয় । কোন ভুল থাকলে জ্ঞানিরা ধরিয়ে দিয়েন । আমরা অনেক সময় শখ করে অথবা প্রয়োজনের তাগিতে ফেসবুকে ফ্যান পেজ খুলার গুরুত্ব অনুভব করি । আপনাদের সেই গুরুত্ব পূরর্ণের লক্ষে শুরু করলাম আজকের টিউন । 



আপনার নিচের ধাপ গুলো অনুসারণ করুন । প্রথমে ফেসবুকে গিয়ে নিচের মতো ইমেইল, পাসওয়ার্ড দিয়ে আইডি লগইন করি। সেটা আমরা সবাই জানি ।
www.facebook.com

লগইন হলে উপরে ডান পাশের ড্রপডাউন মেনু থেকে Create page বাটুনে ক্লিক করুন । নিচের চিত্রের মতো ।

studenttipsall.blogspot.com
Create page ক্লিক করার পর নিচের মতো একটা পেজ দেখা যাবে । যেখান থেকে নির্বাচন করতে হবে আপনার পেজ টা কি সম্পর্কিত হবে । 
studenttipsall.blogspot.com

এখানে আপনার পছন্দের বিষয়টি নির্বাচনের পর Get Start বাটুনে ক্লিক করুন । উপরের চিত্রটি দেখুন ।





এবার উপরের চিত্রের মতো ৪টি ষ্টেপ দেখা যাবে । প্রথমে আপনার সাইটের বিবরণী দিবেন । না দিতে চাইলে Skip বাটুনে ক্লিক করুন ।

এবার উপরের চিত্রের মতো উইন্ডো আসবে । সেখন থেকে আপনার পেজের ছবি আপলোড করুন । না চাইলে skip বাটুনে ক্লিক করুন ।একই ভাবে ৩য় স্তর এবং সর্ব শেষ স্তর ।
studenttipsall.blogspot.com

এবং সর্বশেষ skip বাটুনে ক্লিক রুন তো ফিনিশ হয়ে গেল। যেমনটি পাবেন নিচের চিত্রের মতো ।
studenttipsall.blogspot.com

এখন আপনি যদি চান আপনার দেওয়া তথ্যের পরিবর্তন পরিবর্তন করতে চান তবে  নিচের মতো About  বাটুনে ক্লিক করুন এবং আপনা তথ্যের পরিবর্তন করুন ।


তো ভালো থকবেন সবা্ই কমেন হয়েছে মন্তব্যের অপেক্ষায় রইলাম । কোন সমস্যা হলে সাড়া দিতে ভুলবেন না।
আপনাদের সাড়ার অপেক্ষায় থাকলাম । কথা হবে আগামী কোন দিন। সেই পর্যন্ত সুষ্ঠ্য থাকবেন । 

***ফেসবুকে আমি***


কোন মন্তব্য নেই: