মানুষের তার নিজের জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করা মানুষের নেশা । এ জন্য শুরু করলাম ছাত্রদের জ্ঞান ভান্ডারের পোষ্ট ।

কোন দিনে কি হয়েছে ।
আন্তর্জাতিক
• যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা প্রধান জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেন।
-- ০১/১০/২০১৪। বুধ বার
• ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দেতে ৯ দিনব্যাপী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (CPA) ৬০ তম
সম্মেলন শুরু ।
-- ০২/১০/২০১৪। বৃহস্পতিবার
• স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বাীকৃতি দেয়ার ঘোষনা দেয় সদ্য ক্ষমতায় আসা সুইডিশ বামপন্থী সরকার।
-- ০৩/১০/২০১৪। শুক্রবার
• ব্রাজিলে প্রথম দফা প্রেসিডেন্ট এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত।
-- ০৫/১০/২০১৪। রবিবা
• ২০১৪ সালের নোবেল পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু। (2014 Nobel Prize winners to announce).
-- ০৬/১০/২০১৪। সোম
• ডি-৮(D-8) ভুক্ত দেশগুলোর বাণজ্যমন্ত্রী পর্যায়ের দু'দিনব্যাপী দ্বিতীয় সম্মেলন তুরস্কের ইন্তানবুলে শুরু।
-- ২০/১০/২০১৪। সোম বার
সাম্প্রতিক খবর [ Recent News]
বাংলাদেশ
• যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয়েছে।
-- প্যাটারসন, নিউজার্সি।
• যে যুদ্ধ জাহাজকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা ।
-- বানৌজা ঈসা খাঁ, বানৌজ বঙ্গবন্ধু, বানৌজ ওসমা
• মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিযুদ্ধের সময় নূন্যতম বয়স ছিল।
-- ১৫ বছর
• পদ্মা সেতুর তদারকির জন্য পরামর্শক-
-- কোরিয়ান এ্রক্সপ্রেসওয়ে কর্পোরেশন
• কৈলশটিলা তেলকূপ অবস্থিত ।
-- সিলেট
• যে বিমানগুলো বোয়িং কোম্পানি কর্তৃক তৈরি।
-- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙ্গাপ্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী
• দেশে ০১/১০/২০১৪ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়েল সংখ্যা।
-- ৬২, ৯১৪টি
• বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাদুঘর যে দিন উদ্বোধন করা হয়।
-- ২৭/১০/২০১৪
• বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর অবস্থিত।
-- জাতীয় প্যারেড স্কোয়ার, আগারগাঁও, ঢাকা
• বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর উদ্বোধন করা হয়-
-- ২৮/০৯/২০১৪
• BCPCL-এর পূর্ণরূপ কী ?
-- Bangladesh China Power Company Limited.
আন্তর্জাতিক
• কোবানি শহর অবস্থিত ।
-- সিরিয়া
• আন্তর্জাতিক মাটি বর্ষ সাল_
-- ২০১৫ সাল
• দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ইন্টার পার্লমেন্টারি প্রথম প্রেসিডেন্ট হন_
-- গুরুদয়াল সিং ধিলন
• আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা_
-- ১৭১টি
• পর্তুগিজ ভাষার দেশসমূহের কমিউনিটি (CPLP)-এর বর্তমান সদস্য সংখ্যা।
-- ৯টি
• স্থায়ী সালিশি আদালত (PCA)-এর বর্তমান সদস্য দেশ সংখ্যা-
-- ১১৬টি
• যে সাল থেকে যুক্তরাষ্ট্র ছিল বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ।
-- ১৮৭২ সাল
• ২২ অক্টোবর ২০১৪ সালে যে দেশ ষষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা ইউসুফফজাঈকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।
-- কানাডা
• যে উন্যাসের জন্য রিচার্ড ফ্লোনাগান ম্যান বুকার পুরষ্কার লাভ করেছেন।
-- The Narrow Road to the Deep North
• ২০১৪ সাল নোবেল বিজয়ী ব্যক্তিদের সংখ্যা।
-- ১৩ জন
• সর্বকনিষ্ঠ নোবেল জয়ী যে।
-- মালালা ইউসুফজাঈ
• যেটি গম উৎপাদনে শীর্ষ দেশ ।
-- চীন
• দানাশস্য রপ্তানিতে শীর্ষ দেশ।
-- যুক্তরাষ্ট্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন