পৃষ্ঠাসমূহ

আসুন সবাই মিলে এসইও শিখি ।। Let's go together to learn SEO [Level-4]

"যা শিখেছি তাই লিখি, চলো সবাই এসইও শিখি"


SEO Learn


হ্যালো সবাই কেমন আছেন  ? ধরে নিলাম ভালোই আছেন । গত বেশ কয়েকদিন সবকিছুই আমার প্রতিকুলে যাচ্ছিল সবকিছু ঠিক করে আগালাম আবার । তাই গ্যাপ হয়ে গেল । 

চলুন পূর্বের বর্বের পর থেকে শুরু করি । আমরা এসইও এর মূল কাজে ঢুকে পড়বো  । আমরা গত পর্বে অনপেজ এর কাজগুলো ধারাবাহিক ভাবে শুধু বর্ননা করেছিলাম । আজ আমরা সেটা শুরু করবো । যারা পূর্বের পর্বগুলো মিস করেছেন তারা নিচ থেকে দেখে নিতে পারেন । 

মেটা ট্যাগ কি ?(What is Meta Tag?) এবং মেটা সাবমি (Meta Submit):
মেটা ট্যাগ বলতে কোড কে বুঝায় ? এখানে আপনি প্রশ্ন করতে পারেন কোড টা কি ? হ্যা এই টুকিটাকি জ্ঞান থাকাটা আমি মনে করি এসইও শিখতে প্রথম আপনাকে জানা প্রয়োজন । কোডিং বা কোডটা হচ্ছে ওয়েব ডেভেলপারদের বা ডিজাইনারদের কাজ । তবুও এটা সম্পর্কে একটু ধারণা রাখা দরকার আপনারও। আসলে আমরা আমাদের চোখে যে এটা সুন্দর সাজানোা গোছানো ওয়েব সাইট দেখতে পাই সেটা আসলে কিছু কাজ করার ফলে এটির রূপ দেয় । কিছু লেখা, কিছু কমান্ড ইত্যাদির মাধ্যমে এমরা এটা দেখতে পাই । চলুন সেটা বিষয় একটু জানি । আপনি প্রথমে যে কোন একটা সাইট ব্রাউজ করেন । এখন আপনি ওয়েব পেজে আপনার মাউস থাকা অবস্থায় মাউসের ডান বাটুনটা ক্লিক করুন । সেখানে একটা লেখা আছে View Page Source ক্লি করুন । দেখতে পাবেন একটা নতুন উনডো লেখা আছে । যেটাত আপনি দেখতে পাবেন অনেক ইংরেজি লেখা যেটার বেশির ভাগ মানেই আপনি জানেন না । হ্যা এগুলোই হচ্ছে ট্যাগ বা কোড । আর এসইও এর জন্য যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেটাকে মেটা কোড বা মেটা ট্যাগ বলে ।
আমরা চলুন দেখেনেই কিভাবে আপন আপনি আপনার সাইটে মেটা সাবমিট করবেন । এখানে একটা কথা বলে রাখি কিভাবে এসইও করবো সম্পূর্ন পর্বগুলো ব্লগ সাইটের জন্য দেখাবো । ওয়ার্ড প্রেস কিংবা অন্য গুলোর জন্য আমাকে ইনবক্স করুন অথবা অপেক্ষা করতে হবে পরবর্তী এই বিষয়ে টিউটোরিয়াল কখন আসে । পারলে প্রথমে একটা ব্লগ সাইট খুলে নিন । না পারলে গুগলে সার্চ দিয়ে দেখে করে নিতে পারেন । এই বিষয়টি নিয়ে পরবর্তীতে লেখার আগ্রহ আছে । ধরে নিলাম আপনার একটা ব্লগ সাইট আছে এবং সেটাতে যথেষ্ট আমরা আমাদের এসইও-এর প্রথম কাজ সেরে ফেলবো ।
 অামরা আমাদের এই ব্লগটা নিয়ে কাজ করবো প্রাক্টিসের জন্য: free movie downloads zone

নিচের কোডটি দেখুনঃ 

<meta charset="UTF-8" />

<meta name="description" content="many peoples are finding a best movie download zone. for i create a blog free movie download zone, form this they can get more. movie" />

<meta name="keywords" content="free movie, free full movie, free full movie download, movie download, action movie, hindi movie, free movie download, latest movie, movie online, English movie," />

<meta name="author" content="md arafat hossin" />

ভাবতে পারেন এগুলো আবার কি লেখা ? প্রথমে এগুলো কপি করে আপনার পিসি থেকে নোটপ্যাডে নিন । আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে খেয়াল করুন < > এটা ট্যাগ শুরু এবং শেষে করে দেয় । প্রথমে meta charset এটা আমরা কোন পরিবর্তন করবো না । দ্বিতীয় ট্যাগে আসুন এখানে আমরা প্রথমে  " " এই দুই কোডং দুটির মাঝে কি লেখা আছে সেটা খেয়াল করবেন । দুই কোডিং এর মাঝে দেখুন লেখা আছে "description" অর্থাৎ বর্ননা দিবেন  আপনি সাইটা কি সম্পকিত করছেন ইতাদি বিষয়গুলো লিখবেন যেখান আমি লিখেছি many peoples are finding............ আপনি আপনার সাইটের জন্য লিখবেন । তারপর লেখা আছে "keywords" আশাকরি কিওয়ার্ড সম্পর্কে আপনাদের আর বলা লাগবেনা যারা জানেন না তারো নিচের পূর্বের পর্বগুলো থেকে জেনে নিতে পারেন । এবং সর্ব শেষে অাছে "author" অর্থাৎ মালিক কে ? অাপনি যদি আপনি ওনার হন তবে আনরান নামটা দিবে ন। এটা খুব গুরুত্বপূর্ন না ।

জে.এস.সি ও জে.ডি.সি ২০১৫ এর পরীক্ষার রুটিন ডাউলোড করুন (JSC & JDC exam 2015 Routine Download)

জে এস সি পরীক্ষা ২০১৫ এর রুটিন ডাউলোড
JSC exam 2015 Routine download



জে.ডি.সি পরীক্ষা ২০১৫ এর রুটিন ডাউনলোড করুন
JDC exam routine 2015 Download




সবার আগে রেজাল্ট পেতে ব্লগে এক্টিভ থাকুন



আসুন সবাই মিলে এসইও শিখি ।। Let's go together to learn SEO [Level-3]

"যা শিখেছি তাই লিখি, সবাই মিলে এসইও শিখি"
SEO Tutorial
কথা বললে অনেক ভূমিকা নেওয়া হয়ে যাবে । তবে চলেন বেশি ভূমিকা না নিয়ে সরাসরিক কাজের মধ্যে ঢুকে যাই ।

কি-ওয়ার্ড রিসার্চ (Key Word):
যারা এসইও করতে আসবে তাদের কে অবশ্যই কি ওয়ার্ড সম্পর্কে অবগত হতে হবে । কি-ওয়ার্ড কি জিনিস? কি-ওয়ার্ড হচ্ছে একটা অক্ষর সেটা এক বা একাধিক হতে পারে । যে অক্ষর বা Word দিয়ে সার্চ করে একজন ভিজিটর বা তথ্য সংগ্রহকারী তার তথ্য খুজে বের করতে চাই সেটাই হচ্ছে একটা কি-ওয়ার্ড । সেই ধরে নিন আপনি সার্চ করলেন “ছেলেদের সুন্দর নামের অর্থ” এখানে ‘ছেলেদের’ ‘সুন্দর’ ‘নামের’ ‘অর্থ’ প্রতিটা একটা একটা আলাদা কি-ওয়ার্ড । এখন আপনি একটা সাইট বানাতে চাচ্ছেন তবে আপনাকে কাঙ্খিত কি-ওয়ার্ড খুজে বের করতে হবে । এখানে কাঙ্খিত কি-ওয়ার্ড কি ? সেটা দিয়ে মানুষ স্বাভাবিক সার্চ করে  এমন ধরনের কি-ওয়ার্ড । আপনি যদি আপনার সাইটের জন্য সেই কাঙ্খিত কি-ওয়র্ডটি না খুজে বের করেন তবে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসতে অনেক সমস্যা হবে কিংবা আসবে কি তারো ঠিক নাই ।
এখন বলতে পারে আমি কিভাবে সেই কাঙ্খিত কি-ওয়ার্ডটি খুজে বের করবেন ? তবে চলুন সেটা দেখা যাক । প্রথমে আপনাকে গুগলের একটা টুল ব্যবহার করবেন । সেইটির জন্য আমার https://adwords.google.com/ko/KeywordPlanner এই লিংকে গিয়ে জিমেল এ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবো । তারপর নিচের চিত্রগুলো অনুসরন করুন ।


SEO Tutorial


চিত্র-১

চিত্র-১: উপরে চিত্রে যেখানে লাল বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়েছে যেখানে ক্লিক করুন এবং পরবর্তী চিত্র অনুসরণ করুন ।
 
 
SEO Tutorial

 চিত্র-২

চিত্র-২: চিত্রের প্রথম যেখানে বক্সের মধ্যে লেখা আছে Student Portal ঐখানে আপনি যে কি-ওয়ার্ড দ্বারা সাইট খুলতে চাইচ্ছেন সেই কি-ওয়া্র্ড প্রবেশ করুন । এবং দ্বিতীয় চিহ্নিত স্থানে আপনি যদি চান সারা বিশ্বের ঐ কি-ওয়ার্ডে কেমন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তির তথ্য। [2015-16 National University Honors 1st year admissions information]

National University

অনার্স ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি কার্যক্রম প্রথম বারের মতো জাতীয় বিশ্ববিদ্যায়ের অন্যান্য কোর্সের নিয়মে শুরুর ঘোষনা দিয়েছে জাতীয় বিশ্বাবিদ্যালয়ের কতৃপক্ষ । ঘোষনা অনুযায়ী এবারের এসএসসি ও এইচএএসি এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে । ১ আক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে । ভর্তির হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই হবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করেছে । শিক্ষার মানন্নোয়নে ২০১৮ সালের মধ্যেভাগ হতে বিশ্ববিদ্যালয়কে সম্পর্ণ সেশনজট মুক্ত করা হবে । এরই প্রক্ষিতে এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ভিত্তিতে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ ১ম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি নিচে তুলে দেওয়া হলোঃ

আসুন সবাই মিলে এসইও শিখি ।। Let's go together to learn SEO [Level-2]

"যা শিখেছি তাই লিখি, সবাই মিলে এসইও শিখি"
বেশি কথা না বলে চলুন দেখি আজ কি শেখা যায় ।

SERP কি ? 
SERP  হচ্ছে Search Engine Result Page । অর্থাৎ মনে করে আপনি "ছেলেদের সুন্দর নামের অর্থ" অথবা "Learn SEO" লিখে সার্চ করলেন দেখলেন সেখানে ১০টা পেজটা সাইট সম্বলিত একটি পেজ এসেছে । আর এটাই হলো SERP  অথবা Search Engine Result Page । অর্থাৎ সোজা কথাই বলতে গেলে সার্চের পর যে পেজটি আপনাকে শো করানো হয় সেটাই গুগল কিংবা অন্য সার্চ ইঞ্জিনের SERP । বুঝতে সমস্যা হলে চিনের চিত্র টি একটু খেয়াল করুন । 

SERP

গুনে দেখবেন আপনি যখন সার্চ করবে আপনার SERP তে ১০টি পেজ শো করে । আর সর্বনিচে ১,২,৩, ৪ এভাবে অনেক পেজের সিরিয়াল দেওয়া থাকে । কিন্তু আপনি বা আমি কি করি যখন যে বিষয়টি নিয়ে সার্চ করি দেখি প্রথম পেজে সেই রকম কোন রেজাল্ট শো করেছি কি না । যদি না করে তবে নতুন পেজে যাই অথবা অন্য কোনো টপিস্ক নিয়ে সার্চ করি তবে দেখাযা্য় আমি নিজের কথাই বলি অন্য পেজে আর না গিয়ে অন্য টপিস্ক নিয়ে সার্চ করি। তাহলে আপনার যদি একটা সাইট থাকে তবে সেটাকে SERP-তে প্রথমে শো করাতে হবে তা না হলে আমার মতো কছিু গন্ড মুর্খ ভিজিটর আপনার সেইটে ভিড়বে না । আর SEOএর মূল লক্ষ্য হলো SERP-এর প্রথম পেজে আপনার পোজ নিয়ে আসা। আসুন তবে দেখা যাক ভবিষ্যতে কি দাড়ায় । 

এসইও-এর গুরুত্ব কি? 
আপনি যে এসইও করবেন সেটার গুরুত্ব আপনার কাছে গুরুত্ব কতটুকু ? তার আগে একটু ভেবে নিন ধরুন আপনি আপনার নামের অর্থ জানেন না আপনি লিখে সার্চ করলেন যে, "নামের অর্থ" (আমার সাইটের সার্চ বার বার দিচ্ছি এটাভাবে না আবার) দেখবেন কি সুন্দর আপনার নামের জন্য কিছু সাইট হাজির হয়েগেছে তখন আপনি আপনার প্রয়োজনীয় নামটির অর্থ অনেকগুলো সাইট ঘেটে বের করলেন এবং আপনার গুরুত্ব মেটালেন । আমি ধরলাম আমার একটা গেমের কোম্পানী আছে যেখানে নতুন নতুন কম্পিউটার কিংবা মোবাইল গেম বাজার জাত করা হয়। তখন আমি কি করবো আমার পন্যটা প্রকাশের জন্য  একটি সাইট খুলবো এবং সেই সাইটটি গুগলকে সাবমিট করবো এবং সেটার মাধ্যমে কিছু ক্রেতার আশা করবো । এখন যদি আমার পেজটা মানুষ যদি সার্চ করে গুগলের প্রথম পেজ কিংবা মোটেও না পায় তবে কি হবে ক্রতা কি কেউই আপনার সাইটি সম্পর্কেই জানবে না । আর এটার প্রয়োজনীয়তা গুরুত্ব থেকে কিন্তু এসইও করা । 


কিছু শব্দের সাথে পরিচিত হইঃ
এসইও তে কাজ করতে গেলে কিছু শব্দের সাথে অবশ্যই পরিচিত হতে হবে । আসলে এই পোষ্টটি দেখলে আইটি বাড়ির আব্দুল কাদের ভাই রাগ করবে কি না জানি না । তার থেকে অনুপ্রেরিত হইয়েছি । আসলে তানার তুলনা করা যায় না । আমি শুধু তার কথাগুলো বিভিন্ন ভঙ্গিতে বলছি । আমার এই বলা শুধুই তারই অবদান । তো আসুন পরিচিত হই কিছু শব্দের সাথে । তবে বলে রাখি এসব শব্দের ব্যাবহার ভবিষ্যতে আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে সুধু ভূমিকা নিলাম । যেমন আমি বুঝতে পেরেছি কাদের ভাইয়ের কথা গুলো থেকে । 


1. URL & Link: SEO: করতে এসে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ সেটা মূলত URL & Link এই দুইটা জিনিস কোনটা কি ? সেটা খুই ভালো করে বুঝতে হবে । মনে করেন আমরা যেটা লিখে কোন সাইটে প্রবেশ করি সেটাই হচ্ছে URL যেমন ধরুন আমাদের সাইটে আসতে গেলে লিখতে হবে "http://studentportalbd.blogspot.com/" এটাই হচ্ছে আমাদের সাইটের URL।

আসুন সবাই মিলে এসইও শিখি ।। Let's go together to learn SEO [Level-1]

"যা শিখেছি তাই লিখি, সবাই মিলে এসইও শিখি"

 



প্রথম কথাঃ
আমি কোন প্রোফেশনাল ফ্রিল্যান্সার এখনও হতে পারে নি । আমার ব্লগটা আসলে ছাত্রদের দ্বার (Student Portal) হিসেবে তৈরি তবে কতটুকু সেটা ভাবার বিষয় । তবে চেষ্টা করে যাচ্ছি শত ব্যস্ততার মধ্যেও। আর এই পোষ্টটি তৈরির মূল কারণ হচ্ছে যেহেতু আমি একজন আগ্রহী ফ্রিল্যান্সার তাও আবার এসইওটা খুব বেশি ভাললাগে  এবং সেটা প্রতিনিয়ত শিখছি । তবে মনে করলাম কতটুকু শিখছি সেটা যাচাই করা দরকার এবং নিজের জানা জ্ঞানটুকু অন্যকে জানানো যাই কিনা। তাই আমার জানা জিনিসটুকু আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি । আশা করি ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমার পোষ্ট থেকে আপনাদের যদি কারো বিন্দু মাত্র উপকার হয় সেই গুলোই হাবে আমার স্বার্থকতা। চলূন তবে মূল কাজে প্রবেশ করা যাক। 

এসইও কি? (What is SEO?)
এককথাই এসইও হচ্ছে বিভিন্ন ওয়েব সাইট কিংবা ব্লগের সাথে সার্চ ইঞ্জিনের সম্পর্ক প্রক্রিয়া সেটাই SEO (Search Engine Optimization) । তাহলে এখানে প্রশ্ন আসতে পারে সার্চ ইঞ্জিন কি ? হ্যা তবে চলুন সেটার বিষয়ে জানাযাক । 

সার্চ ইঞ্জিন কি ? (What is search engine?)
সার্চ ইঞ্জিন বলতে আমি যেটা বুঝি যেটা হচ্ছে অনলাইনে তথ্য খোজার মেশিন । যেটি মুহুর্তের মধ্যে আপনার চাহিত তথ্য বিভিন্ন অনুমোদিত ওয়েবসাই ঘেটে আপনাকে সরবরহ করতে সক্ষম। তবে অবশ্যই সে যেই সাইটটি থেকে আপনার তথ্য সরবরাহ করবে সেই সাইটির ওনারের নির্দেশ থাকবে তার তথ্য অন্যকে সরবরাহ করা যাবে । (যেমন ধরুন আপনার এটকা সাইট আছে যেটি কথা আপনি ও আপনার কয়েকজন একান্ত ব্যক্তি ছাড়া আর কেউই জানলো না । অর্থাৎ গুগলকেই জানালেন না তবে যদি গুগলই নাইবা জানলো আপনার সাইটের কথা তবে সে তথ্য কোথা থেকে দিবে । সেজন্যই বলা হয়েছে অনুমোদিত সাইট)।
 কয়েক নির্ভর যোগ্য সার্চ সাইটের নাম উল্লেখ করা হলঃ 
1. www.google.com
2. www.yahoo.com
3. www.bing.com
4. www.ask.com
তবে সবথেকে নির্ভর যোগ্য ও তথ্য বহুল এবং জনপ্রিয় যে সাইটটি হচ্ছে www.google.com অপনি যদি অলাইনে গুগলকে শিক্ষক হিসাবে ধরে নেন তবে আপনাকে আর কোন কিছু ফলো করতে হবে না । সাধারণ এটাবিষয় যেমন ধরুন আমার সাইটের কি-ওয়ার্ড ব্যবহার করি যদি আপনি  www.google.com গিয়ে লেখেন "ছেলেদের সুন্দর নামের অর্থ" তবে দেখবেন আমার সাইটটি  গুগলের ৪নং সিরিয়াল থেকে আমার সাইটির ঠিকানা চলে এসেছে (চিত্রটি দেখলে বুঝতে পারবেন) ।

এর কারণ কি জানেন আমার গুগল দেখলো আপনি যে ওয়ার্ড সম্পর্কিত তথ্য আপনি খোজ করছেন সেটা আমার সাইটে আছে এবং সেটার কারণে প্রায় ৯৫,০০০ সাইটকে ওভার করে আমার সাইটি আপনার সামনে হাজি করলো । এটার আবার কারণও আছে আমি গুগলকে অনুমতি দিয়েছি যে আমার সাইটি আপনি সবার মাঝে সরবরাহ করবেন । আমি যদি গুগলকে অনুমতি না দিতাম তবে সে কখনই আপনাকে আমার সাইটি দেখাতো না ।

সার্চ ইঞ্জিনগুলো কিভাবে কাজ করে?
অবশ্য এই উত্তর আগেই দিয়েছি । তবে আরও একটু বলি । সার্চ ইঞ্জিনগুলো বিভিন্ন crawler বা

আপনি কি অনলাইনে ইনকাম করতে চান ? অনলাইন ইনকাম কোথা থেকে শুরু করবেন সেটার বিষয়ে গাইডলাইন নতুনদের জন্য । [Do you want to earn money? Guide lines for starters]

যাদের জন্য এই পোষ্টটি নাঃ যারা অনলাইন ইনকামিং প্রফেশনাল, যারা পরিশ্রম করতে চান না বা করেন না, যারা অল্প পরিশ্রমে অধিক ইনকাম করতে চান ।


আপনি কি অনলাইন ইনকামিং সম্পর্কে শুনেছেন ? আপনি কি অনলাইনে ইনকামিং-এ আগ্রহী ? আপনি কি কঠিন পরিশ্রম করতে আগ্রহী ? আপনি কি পরিশ্রম করে আয় করতে চান ? আপনি চেষ্টা করছেন কিন্তু খুব একটা সফলতা পাচ্ছেন না ? আপনার সবগুলো উত্তর যদি হ্যা হয় তাহলে তো আপনি আমাদের দলে । হ্যা ভাই কথাটা যদি ঘুরিয়ে বলি আমি আপনাদের দলে । তবে হ্যা যারা প্রচন্ড আগ্রহ নিয়ে নতুন উদ্যামে শুরু করেছেন শুধুমাত্র তারাই থেকে বাকিরা পোষ্ট থেকে চলে যান । আমি উপরে যে ওয়ার্ড টা লিখেছি "অনলাইন ইনকামিং" সেটা আমরা অনেকে সফলাতা পাচ্ছি না। বলতে আমিও তাই বিভিন্ন বড় ভাইদের উপদেশ নিয়ে নিয়ে কিভাবে কাজ করবো কিংবা কোথা থেকে কাজ শুরু করবো সেটা নিয়ে এটকা চিন্তা ধারা তৈরি করেছি । যে গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজের ভুলগুলো ধরে ফেলতে পারবো বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম । বলতে বলতে অনেক ভূমিকা নিয়ে ফেললাম চলুন তবে মূল পর্বে । 

সফল ফ্রীল্যান্সার হওয়ার জন্য আপনাকে যে বিষয় গুলো করতে ফলো করতে হবেঃ-

১ । প্রথমে আপনাকে কোন নির্দিষ্ট কাজে অবশ্যই (expert) অভিজ্ঞ হতে হবে । যদি আমার মতো একে বারে ছোট থেকে শুরু করতে চান তবে আমি বলবো, এসইও এর চাহিদা কম না (আমিও চেষ্টা্য় আছি এটার জন্য ছোট তো তাই) । তাছাড়া ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, এ্যাপস ডেভেলপ্ট, সফ্যাটওয়ার ডেভেলপ্ট

এইচএসসি ২০১৫ ফলাফল প্রকাশ [HSC 2015 Result will be Published] Soon......

এবার দেশের ৮টি শিক্ষা বোর্ডে ঢাকা, যশোর, রাজশাহী, সিলেট, চট্টোগ্রাম, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর এর  অধিনে এইচএসসি (HSC) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং মাদরাসা বোর্ডের অধিনে আলিম (Alim)  পরীক্ষা একযোগে গত ১ মে ২০১৫ তারিখে অনুষ্ঠিত হয় ।এবার দেশে এইচএসসি ও সমমান মোট শিক্ষার্থীর সংখ্যা ১,০৭৩,৮৮৪ । 


উক্ত পরীক্ষার ফল প্রকাশের সম্ভব্য তারিখ হিসাবে ধরা হয়েছে আগামী ৮ অথবা ৯ আগাষ্ট ২০১৫ [HSC Exam Result will be published 3 or 9 August 2015]। ধরে নেওয়া হচ্ছে এটাই সঠিক তারিখ। 
 
http://studenttipsall.blogspot.com


 এছাড়া কমেন্টে অথবা ফান পেজে আপনার রোল ইনবক্স করতে পারে ।

মোবাইলের মাধ্যমে পেতেঃ মেসেজ অপশনে জান এবং লিখুন HSC <Spaces> Exam Board 1st 3 Letters <Spaces>Roll<Spaces> Passing Years & Send 16222.

Example: HSC JES 258741 2015 and send to 16222.



 *** সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় খোদা হাফেজ***

বাংলাদেশের গ্রামীন খেলাধুলা সমূহ(Bangladesh Rural Sport)

বিদেশী খেলাধুলার ভীড়ে আমরা নিজেদের সেই ঐতিহ্যবাহী খেলধুলা গুলোকে হারাতে বসেছি চলুন দেখে নেই বাংলাদেশর প্রাচীন সব খেলধুলা গুলো।

১. ইচিং বিচিং
সাধারণত এই খেলার জন্য শিশু ও কিশোরীরা গ্রাম সংলগ্ন সবুজ মাঠকে নির্বাচন করে। উচ্চতা অতিক্রম এই খেলার একটি অন্যতম বৈশিষ্ট্য ।

এই খেলার সাথে সাথে ছেলে মেয়েদের মুখি উচ্চারিত হয়ঃ

 ‍"ইচিং বিচিং চিচিং চা
প্রজাপতি উড়ে যা"


খেলার নিয়মাবলীঃ
দু'জন খেলোয়াড় পাশাপাশি বসে খেলোয়াড়দের অতিক্রম করার জন্য উচ্চতা নির্মাণ করে দেয়। প্রথমে তারা দু'পায়ের গোড়ালি দিয়ে উচ্চতা নির্মাণ করে। খেলোয়াড়রা উচ্চতা অতিক্রম করার পর তারা পায়ের উপর আরেক পা তু্লে দিয়ে উচ্চতা বাড়িয়ে দেয়। এইভাবে পায়ের উপর প্রসারিত করতল স্থাপন করে উচ্চতা বাড়িয়ে তোলা হয়। উচ্চতা অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়রা দুই পা মুক্ত করে ত্রিকোণাকার একটি সীমানা তৈরি করে। এই পায়ে ঘেরা স্থানটি পা তুলে দম দিতে দিতে বা ছড়া আওড়াতে আওড়াতে তিনবার অতিক্রম করে লাফ দিয়ে পার হতে হয়। এই সীমানা অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়দের যুক্ত পাকে প্রতিটি খেলোয়াড় শূন্যে লাফিয়ে ইচিং বিচিং ছড়া বলতে বলতে দুইবার করে অতিক্রম করে নেয়। এটিই খেলার শেষ পর্ব।


২. ওপেন টু বাইষ্কোপঃ
গ্রামীন খেলাধুলার মধ্যে অন্যতম । এর সরলতার কারণে মেয়েদের কাছে ওপেন টু বাইষ্কোপ খেলাটি আজ পর্যন্ত জনপ্রিয়তা পেয়ে আসছে । এটি একটি সহায়ক খেলা । গল গঠন করার জন্য এই খেলাটি খেলা হয় । এই খেলাটির সাএথ জড়িত ব্রিট্রিশ যুগের ইংরেজ সাহেবদের বিনোদনের প্রতি ইঙ্গিত করে ।

এই খেলার সাথে সাথে ছেলে মেয়েদের মুখি উচ্চারিত হয়ঃ

" ওপেন টু বাইষ্কোপ
নাইন টেন তেইশ কোপ
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠাকখানা
সাবেহ বলেছে যেতে
পান সুপারি খেতে পানের আগায় মরিচ বাটা
স্প্রিংএর চাবি আঁটা
যার নাম মনিমালা
তাকে দেবো মুক্তার মালা ।"


খেলার নিয়ামাবলীঃ
দু'জন দলপতি ফুল অথবা ফলের নামে নিজেদের দলের নাম নির্বাচন করে। তারা মুখোমুখি দাঁড়িয়ে দু'হাত দিয়ে একটি তোরণ নির্মাণ করে। খেলায় অংশগ্রহনকারী খেলোয়াড়রা পরস্পরের কাঁধে হাত রেখে রেলগাড়ির মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছড়া বলতে বলতে এই তোরণের নীচ দিয়ে যাতায়াত করতে থাকে। ছড়া শেষ হবার মূহুর্তে যে খেলোয়াড় তোড়নের মধ্যে অবস্থান করে তাকে দলপতিরা হাতের মধ্যে বন্দী করে। তারা তাকে জিজ্ঞাসা করে সে কোন দলে যোগ দেবে। তখন সে তার পছন্দের দলে যোগ দেয়। এই ভাবে প্রতিটি খেলোয়াড় দুই দলে বিভক্ত হয়ে মূল খেলা শুরু করে। কখনো কখনো মূল খেলা হিসেবেই ওপেন টু বাইস্কোপ খেলাটি খেলা হয়ে থাকে।

৩.  কড়ি খেলাঃ
এটি আরেকটি বাংলাদেশের গ্রামীন খেলা । যে সব কৈশোর উত্তীর্ণ মেয়েদের চলাফেরা নিয়ন্ত্রিত সাধারণত তারাই কড়ি বেশী খেলে থাকে। কড়ি পাঁচ গুটির মতই সমান জনপ্রিয় একিট খেলা । কড়ি হিসাবে খেজুরের বিটি দিয়ে কড়ি বানিয়ে গ্রামে খেলা হয়ে থাকে ।

এই খেলার সাথে সাথে ছেলে মেয়েদের মুখি উচ্চারিত হয়ঃ

"খুশুর খুশুর দুর্গা মাসুর
তিল তালিয়া মার কেলিয়া কুমড়ার চাক ধাপ্পা দিয়া
হাতের কড়ি হাতে থাক"


খেলার নিয়ামাবলীঃ
কড়ি খুবই সহজ ও সরল একটি খেলা। চারটি কড়ি কোনো মসৃণ স্থানে হাত থেকে গড়িয়ে দিয়ে জোড়ায় জোড়ায় টোকা দিয়ে আঘাত করে পয়েন্ট সংগ্রহ করা হয়। আঘাত করতে ব্যর্থ হলে বা কড়ি চালার পর এক সাথে লেগে থাকলে ঐ খেলোয়াড়ের দান নষ্ট হয়ে যায় এবং অন্য জন খেলা শুরু করে। নিজের মাথার চুল দিয়ে গ্রামের মেয়েরা প্রায়ই আপাত স্পর্শ করে থাকা গুটিকে পৃথক প্রমাণ করে থাকে। কড়ি চালার পর যদি তিনটি গুটির বুক উপড়ে থাকে তবে ঐ দান নষ্ট হয় আর যদি চারটি গুটিই বুক উপড়ে থাকা অবস্থায় পড়ে তবে প্রতি গুটির জন্য চারটি করে পয়েন্ট পাওয়া যায় এবং এই গুটি সংগ্রহ করা নিয়ে খেলোয়াড়দের মাঝে কাড়াকাড়ি পড়ে যায়।

৪. কানামাছিঃ
গ্রমীণ খেলাধুলার মধ্যে কানামাছি একটি চমৱকার খেলা । এদেশের সর্বত্র শিশু কিশোররা এ খেলা খেলে থাকে ।

এই খেলার সাথে সাথে ছেলে মেয়েদের মুখি উচ্চারিত হয়ঃ 

"কানামাছি ভোঁ ভোঁ
যারে পাবি তারে ছো"



খেলার নিয়ামাবলীঃ
এ খেলায় কাপড় দিয়ে একজনের চোখ বেঁধে দেয়া হয়, সে অন্য বন্ধুদের ধরতে চেষ্টা করে । যার চোখ বাঁধা হয় সে হয় 'কানা' । অন্যরা 'মাছি'র মতো তার চারদিক ঘিরে কানামাছি ছড়া বলতে বলতে তার গায়ে টোকা দেয় । চোখ বাঁধা অবস্থায় সে অন্যদের ধরার চেষ্টা করে । সে যদি কাউকে ধরতে পারে এবং বলতে পারে তার নাম তবে ধৃত ব্যক্তিকে কানামাছি সাজতে হয় ।


 ৫. বাডুডু বা কাবাডিঃ
বাংলার অন্যতম জনপ্রিয় খেলা। বর্তমানে কাবাডি আন্তর্জাতিক ভাবেও খেলা হয়। এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব ধরনের ছেলেরা খেলে থাকে। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বনে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কাবাডি ফেডারেশন গঠিত হয়েছে। পূর্বে কেবল মাত্র গ্রামে এই কাবাডি খেলার প্রচলন দেখা গেলেও বর্তমানে সব জায়গায় কাবাডি খেলা প্রচলিত হয়েছে।


খেলার নিয়মাবলীঃ
  • মাঠঃ কাবাডি খেলার বালকদের মাঠ লম্বায় ১২.৫০ মিটার চওড়ায় ১০ মিটার হয়। এবং বালিকাদের কাবাডি খেলার মাঠ লম্বায় ১১ মিটার এবং চওড়ায় ৮ মিটার হয়। খেলার মাঠের ঠিক মাঝখানে একটি লাইন টানা থাকে যাকে মধ্যরেখা বা চড়াই লাইন বলে। এই মধ্য রেখার দুই দিকে দুই অর্ধে দুটি লাইন টানা হয় যাকে কোল লাইন বলে। মৃত বা আউট খেলোয়াড়দের জন্য মাঠের দুই পাশে ১ মিটার দূরে দুটি লাইন থাকে যাকে লবি বলা হয়।
  • সদস্যঃ প্রতি দলে ১২ জন খেলোয়াড় অংশ নেয়। কিন্তু প্রতি দলের ৭ জন খেলোয়াড় একসাথে মাঠে নামে। বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকে। খেলা চলাকালীন সর্বাধিক তিন জন খেলোয়াড় পরিব্রর্তন করা যাবে।
  • সময়ঃ ৫ মিনিট বিরতি সহ দুই অর্ধে পুরুষদের ২৫ মিনিট করে এবং মেয়েদের ২০ মিনিট করে খেলা হবে। খেলা শেষে যেই দল বেশী পয়েন্ট পাবে সাই দলই জয়ী হবে। দুদলের পয়েন্ট সমান হলে দুঅর্ধে আরও ৫ মিনিট করে খেলা হবে। এরপরেও যদি পয়েন্ট সমান থাকে তবে যে দল প্রথম পয়েন্ট অর্জন করেছিল সে দলই জয়ী হবে।
  • পয়েন্টঃ যদি কোন খেলোয়াড় মাঠের বাহিরে চলে যায় তাহলে সে আউট হবে। এভাবে একটি দলের সবাই আউট হলে বিপক্ষ দল একটি লোনা(অতিরিক্ত ২ পয়েন্ট) পাবে। মধ্যরেখা থেকে দম নিয়ে বিপক্ষ দলের কোন খেলোয়াড়কে(একাধিক হতে পারে)স্পর্শ করে এক নিঃশাসে নিরাপদে নিজেদের কোর্টে ফিরে আসতে পারলে, যাদের কে স্পর্শ করবে সে বা তারা কয় জনই আউট হবে। এভাবে যতজন আউট হবে তাদের প্রত্যেকের জন্য এক পয়েন্ট পাওয়া যাবে।
  • সতর্কতাঃ এক নিঃশাসে স্পষ্ট ভাবে পুণঃপুণঃ কাবাডি বলে ডাক দেওয়াকে "দম নেওয়া" বলে। এই দম মধ্যরেখা থেকে শুরু করতে হবে।বিপক্ষ কোর্টে একসাথে একাধিক আক্রমণকারী যেতে পারবে না। কোন আক্রমণকারী বিপক্ষ দলের কোর্টে দম হারালে এবং বিপক্ষ দলের খেলোয়াড় তাকে স্পর্শ করতে পারলে সে আক্রমণকারী আউট বলে গণ্য হবে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২য় শিফটে ভর্তি তথ্য (20152016 academic polytechnic institutes and the second shift Admission Information)

১ম শিফটের পর এবার আসলো ২য় শিফট বিস্তারিত নিচে

http://123.49.52.26:1090/second_shift/checks




ভর্তি কর্মসূচিঃ 
  • অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ১৯/০৬/২০১৫ইং হতে ২৯/০৬/২০১৫ইং রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।
  • ফলাফল প্রকাশ (এসএমএস ও ওয়েবসাইটের) মাধ্যমেঃ ০২/০৭/২০১৫ইং বিকাল ০৫:০০ ঘটিকা।
  • ভর্তির সময়সীমাঃ
                ১. মুল মেধাতিলাকা হতেঃ ০৩/০৭/২০১৫ইং হতে ০৬/০৪/২০১৫ইং পর্যন্ত।
                ২. অপেক্ষামান তালিকা হতেঃ ১৫/০৭/২০১৫ইং পর্যন্ত।
  • ক্লাশ শুরুর তারিখঃ ০১/০৯/২০১৫ইং হতে সম্ভাব্য ।

ভর্তির যোগ্যতাঃ
২০১৫, ২০১৪, ২০১৩ সনে এস.এস.সি/সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ নূন্যতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর জন্য আবেদন করতে পারবে।

আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলীঃ

ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে আবেদন ফি (১৫০.০০ টাকা) টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ১৬২২২ নম্বরের মাধ্যমে এসসএমএস করে জমা দিতে হবে। তারপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইট- www.techedu.gov.bd এলগইন করে নির্ধারিত আবেদন ফরম পুরণ করতে হবে।

যেভাবে ফি জমা দিবেনঃ 
টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DTE লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস এস সি পাশের সন লিখে, স্পেস দিয়ে এস এস সির রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে হবেঃ
উদাহরণঃ DTE <Space>XXX<Space>YYYYYY<Space>ZZZZ<Space>RRRRRR
এখানে XXX এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে। 

BCS Test Preparation।।।।। বিসিএস পরীক্ষার পূর্ব প্রস্তুতী।।(নিনি ৩২তম বিসিএস এর প্রশ্ন এবং উত্তর)

বিসিএস নিয়ে খুব চিন্তিত ? একটু ফ্রি হন এখন হাতের কাছেই তো সব । যান না একটু নেট সার্চ দিন । পেয়ে যেতে পারে আপনার সমস্যার উত্তর। আমার এই পোষ্টটি আপনার সামান্য পরিমাণ কাজে লাগলে আমি ধন্য । তবে চলুন শুরু করি। 


http://studenttipsall.blogspot.com



কয়েক দিন আগেই প্রকাশিত হল ৩৫তম বিসিএস প্রিলিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি। যারা সরকারি চাকরি করতে আগ্রহী তাদের স্বপ্ন বিসিএস। এই পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছা অনেকের থাকে । কিন্তু অনেকে  সঠিক দিকদর্শন না পেয়ে খুব হতাশ হয়ে যায়। এর জন্য হয়তো বা কোচিং করতে পারবেন না ভেবে এর জন্য আর প্রস্তুতি নেনে না । কিন্তু না এটা কোচিং ব্যত্যিতেও এটা সম্ভাব । কিন্তু সেটা কিভাবে ?  


আজ আমরা দেখবো পূর্ববর্তী বিসিএস পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর গুলো । যে গুলো আপনার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি । আজ ৩২তম বিসিএস পরীক্ষারটা দেখবো । 

১। মডেম এর মধ্যে যা থাকে হলো__
  • একটি মডুুলেটর ও একটি ডিমডুলেটর ("Modem" is an acronym for Modulate-DEModulate.)
২। ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয়_
  • রেক্টিফায়ার হিসেবে 
৩।  বাসা বাড়ীতে সরবরহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
  • ৫০ হার্জ
৪। বাাংলাদেশের কৃষিতে 'দোয়েল'-
  • উন্নত জাতের গমের নাম 
৫। মৌমাছির চাষ হলো- 
  • এপিকালচার
৬। দুধে থাকে- 
  • ল্যাকটিক এসিড
৭। কোনটি জৈব অম্ল ? 
  • এসিটিক এসিড
৮। কম্পিউটার ভাইরাস কি? 
  • একটি ক্ষতিকারক প্রোগ্রাম
৯। কোনটি তারবিহীন দ্রুতিগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ? 
  • ওয়াইম্যাক্স 
১০।এন্টিবায়োটিকের কাজ- 
  • জীবানূ ধ্বংস করা
১১। মাশরুম এক ধরনের- 
  • অপুষ্পক উদ্ভিদ
১২। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?
  • পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন 
১৩। যকৃতের রোগ কোনটি ? 
  • জন্ডিস 
১৪। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তা হলো- 
  • নিয়ত বায়ু
১৫। পিতলের উপাদান হলো- 
  • তামা ও দস্তা 
১৬। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়- 
  • এক কিলোওয়াট-ঘন্টা 
১৭। পারষ্পরিক অাবেশকে ব্যব্যহার করা হয় কোনিটতে ? 
  • টট্রান্সফরমার
১১৮। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র- 
  •  ক্রেসকোগ্রাফ
১৯। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়- 
  • নাইট্রিক এসিড
২০। ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
  • ছায়াবৃত্ত
২১। x ও y  উভয়ই বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে ? 
  • x + y
২২। ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলির্খিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ? 
  • ৯৮ বর্গসে.মি.
২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থঃ কোণ  তিনটির সমষ্টি কত ? 
  • ৩৬০º
২৪। ১,৩,৬,১০,১৫, ২১.......... ধারাটির দশম পদ কত ? 
  • ৫৫
২৫।  √2/√6 + 2---------- ═ কত ? 
  • √3 - √2
২৬। x2 – 8x – 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে ? 
  • 4xy
২৭। টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা  কত লাভ হবে ? 
  • ৫০%
২৮। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ? 
  • ৯ গুণ
২৯। একটি ঘড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে ? 
  • ৫৪০º
৩০। ABCD চতুর্ভূজে AB║CD, AC ═ BD এবং কোণ  A ═ 90º হলে সঠিক চতুর্ভূজ কোনটি ? 
  • আয়তক্ষেত্র 
৩১। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ? 
  • ১১/১৪
৩২। পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত ? 
  • ১৫
৩৩। ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে ? 
  • ৪৭/৯০
৩৪। x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক-
  • x + y - 1
৩৫। log28 = কত ? 
৩৬। x3 + x2 y, x2 y + x y2 এর ল.সা.গু কোনটি ? 
  • x2 y(x+y) 
৩৭। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটাপর বেশি । ঘরটির  পরিসীমা ৩২ মিটার হলে ঘরনটির দৈর্ঘ্য কত ? 
  • ১০ মিটার
৩৮। একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যাই। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ? 
  • 2 মিটার
৩৯। x – 1/ x ═ 7 হলে x3 – (1/ x)3 এর মান কত ? 
  • 364
৪০। সেট A ═ { x є N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কোনটি ? 
৪১। ‌'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি ? 
  • বিটপী 
৪২। 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল---
  • অবচেতন 
৪৩। কোনটি ইংরেজী শব্দ ? 
  • ম্যাজেন্টা
৪৪। 'শূন্যপুরাণ' রচনা করেছেন___
  • রামাই পন্ডিত 
৪৫। কোন শব্দ গঠনের বাংলা উুপসর্গ ব্যবহৃত হয়েছে ? 
  • অনাবৃষ্টি 
৪৬। 'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা ? 
  • সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় 
৪৭। ' আলো ছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত ? 
  • দ্বন্দ সমাস 
৪৮। কোনটি সাধিত শব্দ নয় ? 
  • গোলাপ 
৪৯ । 'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস ? 
  • মানিক বন্দোপাধ্যায় 
৫০। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ? 
  • পদ্মগোখরা
৫১ । 'আনোয়ার' গ্রন্থটি কার রচনা ? 
  • মোঃ নজিবর রহমান 
৫২ । 'বীরবল' ছদ্মনামে কে লিখতেন ? 
  • প্রমথ চৌধুরী 
৫৩ । কোনটি শুদ্ধ বানান ? 
  • আকাঙ্ক্ষা 
৫৪ । কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয় ? 
  • পাবক
৫৫ । ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ? 
  • ধ্বনি
৫৬ । 'মা ছিল  না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এক একটি__
  • সরল বাক্য 
৫৭ । 'গাছপাথর' বাগধারাটির অর্থ__
  • হিসাব-নিকাশ 
৫৮ । 'তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন ?' এই প্রবাদটির রচনা করে ক ? 
  • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় 
৫৯ । ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ? 
  • অারেক ফাল্গুন 
৬০ । মু্ক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি ? 
  • একাত্তরের দিনগুলো 
৬১ । Correct synonym for 'Extempore'-
  • Impromptu (প্রশ্নপত্রে বানান দেয়া আছে Impromtu) 
৬২ । Correct synonym for 'Meancing'-
  • Alarming
৬৩ । Correct antonym for 'Oblige'-
  • Brother
৬৪ । Correct antonym for 'Cynical'-
  • Gullible

৬৫ । Select the alternative which best expresses the meaning  of the given sentence: 
  • We were as surprised as Rahman.
৬৬ । Select the alternative which best expresses the meaning  of the given sentence:
  • Our neighbour has never invited us into his house.
৬৭ । Choose a suitable word/phrase to fill in the blanks of  the given sentences: 
  •  had better get
৬৮ । Choose a suitable word/phrase to fill in the blanks of  the given sentences: 
  • Should be stored
 ৬৯ । Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentences :
  • Make his ideas understood
৭০ । Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentences :
  • gracious
৭১ । Identify the incorrect word/phrase indicated by (ক), (খ), (গ) or (ঘ) in the following sentences:
  • their
৭২ । Identify the incorrect word/phrase indicated by (ক), (খ), (গ) or (ঘ) in the following sentences:
  • Perfect
৭৩ । Identify the incorrect word/phrase indicated by (ক), (খ), (গ) or (ঘ) in the following sentences:
  • watch
৭৪ । Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair :
  • Butter : Baker
৭৫ । Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair :
  • Counselor : advice
৭৬ । Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair :
  • Engine : car
৭৭ । Choose the meaning of the given expressions:
  • Is is likely that nothing bad has happened.
৭৮ । Choose the meaning of the given expressions:
  • Take what you hove got readily available rather than expecting better in the future. 
৭৯ । Choose the meaning of the given expressions:
  • Wonder
৮০ । Choose the meaning of the given expressions:
  • surprise.
৮১ । প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন ? 
  • ২০১০ 
৮২ । তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটির অবস্থিত ? 
  • ডাউকি
৮৩ । BTRC-এর ইংরেজী পূর্ণরূপ কি ? 
  • Bangladesh Telecommunication Regulatory Commission
৮৪ । বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ? 
  • সৈয়দপুর
৮৫ । বাংলাদেশের White Gold কোনটি ? 
  • চিংড়ি
৮৬ । বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশে-ভারত সীমান্তের মধ্যে নয় ? 
  • কক্সবাজার 
৮৭ । 'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশ কৃষি ক্ষেত্রের কিসের নাম ? 
  • উন্নত জাতের গমের নাম 
৮৮ । 'অলোকিত মানুষ চাই'- একি কোন প্রতিষ্ঠানের শ্লোগান ? 
  • বিশ্ব সাহিত্য কেন্দ্র
৮৯ । বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ-প্রস্থের অনুপাত কত ? 
  • ১০ঃ৬
৯০ । কোন জেলায় চা-বাগান বেশী ? 
  •  মৌলভীবাজার
৯১ । জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি ? 
  • ইন্টোনেশিয়া

আজ এই পর্যন্ত ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কথা হবে আগামী কোন একদিন, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।