পৃষ্ঠাসমূহ

BCS Test Preparation।।।।। বিসিএস পরীক্ষার পূর্ব প্রস্তুতী।।(নিনি ৩২তম বিসিএস এর প্রশ্ন এবং উত্তর)

বিসিএস নিয়ে খুব চিন্তিত ? একটু ফ্রি হন এখন হাতের কাছেই তো সব । যান না একটু নেট সার্চ দিন । পেয়ে যেতে পারে আপনার সমস্যার উত্তর। আমার এই পোষ্টটি আপনার সামান্য পরিমাণ কাজে লাগলে আমি ধন্য । তবে চলুন শুরু করি। 


http://studenttipsall.blogspot.com



কয়েক দিন আগেই প্রকাশিত হল ৩৫তম বিসিএস প্রিলিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি। যারা সরকারি চাকরি করতে আগ্রহী তাদের স্বপ্ন বিসিএস। এই পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছা অনেকের থাকে । কিন্তু অনেকে  সঠিক দিকদর্শন না পেয়ে খুব হতাশ হয়ে যায়। এর জন্য হয়তো বা কোচিং করতে পারবেন না ভেবে এর জন্য আর প্রস্তুতি নেনে না । কিন্তু না এটা কোচিং ব্যত্যিতেও এটা সম্ভাব । কিন্তু সেটা কিভাবে ?  


আজ আমরা দেখবো পূর্ববর্তী বিসিএস পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর গুলো । যে গুলো আপনার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি । আজ ৩২তম বিসিএস পরীক্ষারটা দেখবো । 

১। মডেম এর মধ্যে যা থাকে হলো__
  • একটি মডুুলেটর ও একটি ডিমডুলেটর ("Modem" is an acronym for Modulate-DEModulate.)
২। ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয়_
  • রেক্টিফায়ার হিসেবে 
৩।  বাসা বাড়ীতে সরবরহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
  • ৫০ হার্জ
৪। বাাংলাদেশের কৃষিতে 'দোয়েল'-
  • উন্নত জাতের গমের নাম 
৫। মৌমাছির চাষ হলো- 
  • এপিকালচার
৬। দুধে থাকে- 
  • ল্যাকটিক এসিড
৭। কোনটি জৈব অম্ল ? 
  • এসিটিক এসিড
৮। কম্পিউটার ভাইরাস কি? 
  • একটি ক্ষতিকারক প্রোগ্রাম
৯। কোনটি তারবিহীন দ্রুতিগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ? 
  • ওয়াইম্যাক্স 
১০।এন্টিবায়োটিকের কাজ- 
  • জীবানূ ধ্বংস করা
১১। মাশরুম এক ধরনের- 
  • অপুষ্পক উদ্ভিদ
১২। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?
  • পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন 
১৩। যকৃতের রোগ কোনটি ? 
  • জন্ডিস 
১৪। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তা হলো- 
  • নিয়ত বায়ু
১৫। পিতলের উপাদান হলো- 
  • তামা ও দস্তা 
১৬। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়- 
  • এক কিলোওয়াট-ঘন্টা 
১৭। পারষ্পরিক অাবেশকে ব্যব্যহার করা হয় কোনিটতে ? 
  • টট্রান্সফরমার
১১৮। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র- 
  •  ক্রেসকোগ্রাফ
১৯। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়- 
  • নাইট্রিক এসিড
২০। ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
  • ছায়াবৃত্ত
২১। x ও y  উভয়ই বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে ? 
  • x + y
২২। ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলির্খিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ? 
  • ৯৮ বর্গসে.মি.
২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থঃ কোণ  তিনটির সমষ্টি কত ? 
  • ৩৬০º
২৪। ১,৩,৬,১০,১৫, ২১.......... ধারাটির দশম পদ কত ? 
  • ৫৫
২৫।  √2/√6 + 2---------- ═ কত ? 
  • √3 - √2
২৬। x2 – 8x – 8y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে ? 
  • 4xy
২৭। টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা  কত লাভ হবে ? 
  • ৫০%
২৮। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ? 
  • ৯ গুণ
২৯। একটি ঘড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে ? 
  • ৫৪০º
৩০। ABCD চতুর্ভূজে AB║CD, AC ═ BD এবং কোণ  A ═ 90º হলে সঠিক চতুর্ভূজ কোনটি ? 
  • আয়তক্ষেত্র 
৩১। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ? 
  • ১১/১৪
৩২। পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত ? 
  • ১৫
৩৩। ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে ? 
  • ৪৭/৯০
৩৪। x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক-
  • x + y - 1
৩৫। log28 = কত ? 
৩৬। x3 + x2 y, x2 y + x y2 এর ল.সা.গু কোনটি ? 
  • x2 y(x+y) 
৩৭। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটাপর বেশি । ঘরটির  পরিসীমা ৩২ মিটার হলে ঘরনটির দৈর্ঘ্য কত ? 
  • ১০ মিটার
৩৮। একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যাই। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ? 
  • 2 মিটার
৩৯। x – 1/ x ═ 7 হলে x3 – (1/ x)3 এর মান কত ? 
  • 364
৪০। সেট A ═ { x є N : x2 > 8, x3 < 30} হলে x এর সঠিক মান কোনটি ? 
৪১। ‌'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি ? 
  • বিটপী 
৪২। 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল---
  • অবচেতন 
৪৩। কোনটি ইংরেজী শব্দ ? 
  • ম্যাজেন্টা
৪৪। 'শূন্যপুরাণ' রচনা করেছেন___
  • রামাই পন্ডিত 
৪৫। কোন শব্দ গঠনের বাংলা উুপসর্গ ব্যবহৃত হয়েছে ? 
  • অনাবৃষ্টি 
৪৬। 'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা ? 
  • সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় 
৪৭। ' আলো ছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত ? 
  • দ্বন্দ সমাস 
৪৮। কোনটি সাধিত শব্দ নয় ? 
  • গোলাপ 
৪৯ । 'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস ? 
  • মানিক বন্দোপাধ্যায় 
৫০। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ? 
  • পদ্মগোখরা
৫১ । 'আনোয়ার' গ্রন্থটি কার রচনা ? 
  • মোঃ নজিবর রহমান 
৫২ । 'বীরবল' ছদ্মনামে কে লিখতেন ? 
  • প্রমথ চৌধুরী 
৫৩ । কোনটি শুদ্ধ বানান ? 
  • আকাঙ্ক্ষা 
৫৪ । কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয় ? 
  • পাবক
৫৫ । ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ? 
  • ধ্বনি
৫৬ । 'মা ছিল  না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এক একটি__
  • সরল বাক্য 
৫৭ । 'গাছপাথর' বাগধারাটির অর্থ__
  • হিসাব-নিকাশ 
৫৮ । 'তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন ?' এই প্রবাদটির রচনা করে ক ? 
  • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় 
৫৯ । ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ? 
  • অারেক ফাল্গুন 
৬০ । মু্ক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি ? 
  • একাত্তরের দিনগুলো 
৬১ । Correct synonym for 'Extempore'-
  • Impromptu (প্রশ্নপত্রে বানান দেয়া আছে Impromtu) 
৬২ । Correct synonym for 'Meancing'-
  • Alarming
৬৩ । Correct antonym for 'Oblige'-
  • Brother
৬৪ । Correct antonym for 'Cynical'-
  • Gullible

৬৫ । Select the alternative which best expresses the meaning  of the given sentence: 
  • We were as surprised as Rahman.
৬৬ । Select the alternative which best expresses the meaning  of the given sentence:
  • Our neighbour has never invited us into his house.
৬৭ । Choose a suitable word/phrase to fill in the blanks of  the given sentences: 
  •  had better get
৬৮ । Choose a suitable word/phrase to fill in the blanks of  the given sentences: 
  • Should be stored
 ৬৯ । Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentences :
  • Make his ideas understood
৭০ । Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentences :
  • gracious
৭১ । Identify the incorrect word/phrase indicated by (ক), (খ), (গ) or (ঘ) in the following sentences:
  • their
৭২ । Identify the incorrect word/phrase indicated by (ক), (খ), (গ) or (ঘ) in the following sentences:
  • Perfect
৭৩ । Identify the incorrect word/phrase indicated by (ক), (খ), (গ) or (ঘ) in the following sentences:
  • watch
৭৪ । Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair :
  • Butter : Baker
৭৫ । Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair :
  • Counselor : advice
৭৬ । Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair :
  • Engine : car
৭৭ । Choose the meaning of the given expressions:
  • Is is likely that nothing bad has happened.
৭৮ । Choose the meaning of the given expressions:
  • Take what you hove got readily available rather than expecting better in the future. 
৭৯ । Choose the meaning of the given expressions:
  • Wonder
৮০ । Choose the meaning of the given expressions:
  • surprise.
৮১ । প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন ? 
  • ২০১০ 
৮২ । তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটির অবস্থিত ? 
  • ডাউকি
৮৩ । BTRC-এর ইংরেজী পূর্ণরূপ কি ? 
  • Bangladesh Telecommunication Regulatory Commission
৮৪ । বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ? 
  • সৈয়দপুর
৮৫ । বাংলাদেশের White Gold কোনটি ? 
  • চিংড়ি
৮৬ । বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশে-ভারত সীমান্তের মধ্যে নয় ? 
  • কক্সবাজার 
৮৭ । 'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশ কৃষি ক্ষেত্রের কিসের নাম ? 
  • উন্নত জাতের গমের নাম 
৮৮ । 'অলোকিত মানুষ চাই'- একি কোন প্রতিষ্ঠানের শ্লোগান ? 
  • বিশ্ব সাহিত্য কেন্দ্র
৮৯ । বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ-প্রস্থের অনুপাত কত ? 
  • ১০ঃ৬
৯০ । কোন জেলায় চা-বাগান বেশী ? 
  •  মৌলভীবাজার
৯১ । জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি ? 
  • ইন্টোনেশিয়া

আজ এই পর্যন্ত ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কথা হবে আগামী কোন একদিন, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।