পৃষ্ঠাসমূহ

আপনি কি অনলাইনে ইনকাম করতে চান ? অনলাইন ইনকাম কোথা থেকে শুরু করবেন সেটার বিষয়ে গাইডলাইন নতুনদের জন্য । [Do you want to earn money? Guide lines for starters]

যাদের জন্য এই পোষ্টটি নাঃ যারা অনলাইন ইনকামিং প্রফেশনাল, যারা পরিশ্রম করতে চান না বা করেন না, যারা অল্প পরিশ্রমে অধিক ইনকাম করতে চান ।


আপনি কি অনলাইন ইনকামিং সম্পর্কে শুনেছেন ? আপনি কি অনলাইনে ইনকামিং-এ আগ্রহী ? আপনি কি কঠিন পরিশ্রম করতে আগ্রহী ? আপনি কি পরিশ্রম করে আয় করতে চান ? আপনি চেষ্টা করছেন কিন্তু খুব একটা সফলতা পাচ্ছেন না ? আপনার সবগুলো উত্তর যদি হ্যা হয় তাহলে তো আপনি আমাদের দলে । হ্যা ভাই কথাটা যদি ঘুরিয়ে বলি আমি আপনাদের দলে । তবে হ্যা যারা প্রচন্ড আগ্রহ নিয়ে নতুন উদ্যামে শুরু করেছেন শুধুমাত্র তারাই থেকে বাকিরা পোষ্ট থেকে চলে যান । আমি উপরে যে ওয়ার্ড টা লিখেছি "অনলাইন ইনকামিং" সেটা আমরা অনেকে সফলাতা পাচ্ছি না। বলতে আমিও তাই বিভিন্ন বড় ভাইদের উপদেশ নিয়ে নিয়ে কিভাবে কাজ করবো কিংবা কোথা থেকে কাজ শুরু করবো সেটা নিয়ে এটকা চিন্তা ধারা তৈরি করেছি । যে গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজের ভুলগুলো ধরে ফেলতে পারবো বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম । বলতে বলতে অনেক ভূমিকা নিয়ে ফেললাম চলুন তবে মূল পর্বে । 

সফল ফ্রীল্যান্সার হওয়ার জন্য আপনাকে যে বিষয় গুলো করতে ফলো করতে হবেঃ-

১ । প্রথমে আপনাকে কোন নির্দিষ্ট কাজে অবশ্যই (expert) অভিজ্ঞ হতে হবে । যদি আমার মতো একে বারে ছোট থেকে শুরু করতে চান তবে আমি বলবো, এসইও এর চাহিদা কম না (আমিও চেষ্টা্য় আছি এটার জন্য ছোট তো তাই) । তাছাড়া ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, এ্যাপস ডেভেলপ্ট, সফ্যাটওয়ার ডেভেলপ্ট
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি । (প্রযুক্তি বিষয়ক অগ্রগন্য ) ।

২ । শুধু কাজ শিখলেই হবেনা । কাজ শিখেই কাজে এপ্লাই করা শুর করে দিবেন না । কোন প্রফেশনাল এবং দক্ষ ফ্রীল্যান্সার এর গাইডলাইন নিয়ে তার অধীনে কিছুদিন কাজ করুন । পেমেন্ট নিবেন না। এমন একজন কে আমি অবশ্য পেয়েছিলাম যখন ডাকা এন্ট্রি কাজে আগ্রহ ছিলাম । যদিও অফ লাইনে ডাকা এন্ট্রির কাজই বেশি করি । তবে এসইওর ব্যাপারে এখনো সন্ধানে আছি । আইটি বাড়ির কদোর ভাইকে বিশেষ ভাবে ভালো লাগে ।

৩ । যখন আপনার মনে হবে আপনি এখন ঐ কাজে ক্লায়েন্টর এর যে কোন ধরনের চাহিদা পুরন করতে পারবেন, তখান কাজে এপ্লাই করা শুরু করুন । তখন থেকে কারো কাজ ফ্রী করার দরকার নাই । তখন কারো কাজ করলে অবশ্যই পেম্নেট নিয়ে কাজ করবেন । এ বিষয়টি আমার ভয় লাগে যদি কিছু মিসটেক করি ফেলি । 

৪ । কাজ পাওয়ার সবচাইতে ভালো মাধ্যম হলো ওডেক্স (oDesk.com), বর্তমান নাম আপ ওয়ার্ক (upwork.com) । এখানে কাজে এপ্লাই করে কাজ নিতে হয় । তবে আপনি সপ্তাহে ২৫টা বিড করেনে ভাল এমাউন্ট এর কাজ গুলোতে, তাহলে যদি মিনিমাম ৫টা ইন্টারভিউ  আসে, তাহলে আপনি আপনার সেই বড় ভাই এর হেল্প নিয়ে এর মধ্যে মিনিমাম ২২টা ক্লায়েন্ট কে ম্যানেজ করে কাজ নিতে পারেন । ধরে নিলাম দুইটা কাজের এমাউন্ট ১০০ ডলার করে ২০০ ডলার । আপনি নতুন হিসেবে অনেক ভালো এমাউন্ট । আর ভালো গাইডলাইন পেলে নতুন অবস্থায় এভাবে কাজ পেতে কোন সমস্যা হওয়ার কথা না । (৪নং যে গুলো এতাক্ষণ বললাম সব বড় ভাইদের এডভাইস, ইনশাল্লাহ সপ্তাহ ২-৩ এর মধ্যে এমন ধরনের কাজ করার ইচ্ছা আছে) । 

৫ । শুধু শুধু upwork.com এ এ্যাপ্লাই করেন না । পাশাপাশি (elance.com) এ বিড করুন । বিড করার অলসতা থাকলে কাজ পাওয়ার আশা ০০ ভাগ । তাই যত সম্ভব চেষ্টা করা সাধ্যের মধ্যে থাকা কাজ গুলোাতে বিড করা । আমারও এই বিষয়টি ভয় লাগে ভিষন । 

৬ । এবার যে বিষয়টি বলবো সেটা আমি বলবো আমার ১০১% প্রোবেলেম । ইংলিশ স্কিল, হ্যা আপনি নতুন হিসাবে যদি আপনার ইংলিশ এর স্কিল খুবই খারাপ হয় এবং আপনার মনে হয় ইংলিশ এর কারনেই আপনি ভালো কাজ পাচ্ছেন না । তাহলে ফাইভারে (fiverr.com) এর চলে যান । ঐখানে আপনার প্রোফাইলে আপনি যে যে বিষয়ে অভিজ্ঞ সে সব বিষয়গুলো গেথে রাখুন । আপনাকে কোন কাজে বিড করতে হবে না । ক্লাইন্ট তার নিজের প্রয়োজনে আপনাকে খুজে নিবে । তবে যতদূর শুনেছি ফাইভার থেকে বিড না করে মাসে ৩০০ ডলার আয় করা যায় । এটা আমার কথা না গাইডারদের কথা । আমার ইচ্ছা আমি এখান থেকেই শুরু করবো কারণ কি জানেন আমার ইংলিশ স্কিলটা খুই কম । হ্যা যদি আপনাদের কারো কাছে ইংলিশ স্কিল বাড়ানোর জন্য টিপস থাকলে শেয়ার করবেন  অবশ্যই অবশ্যই অবশ্যই । 


বেশি কিছু বলবো না । আজ এপর্যন্তই আমার সাইট টা তো Student দের জন্য । তাই আনিং সম্পর্কিত সকলের আমার ক্লাসমেট । তাই আপনাদের উদ্দেশ্যে বলছি  আপনাদে কাছে এর থেকেও বেশি টিপস আছে, যদি থাকে তবে নিজের ভিতর তা লুকিয়ে রাখেন প্লিজ । অন্যর মাঝে ছড়িয়ে দিন । কেউ না শুনলেও আমি সেটা শুনতে চাই, জানতে চাই । 

কেউ যোগাযোগ করতে চাইলেঃ ফেসবুকে আমি
স্কাইপঃ arafat.hossain54



সর্বশেষ কৃতজ্ঞতা জানাই প্রিয় টেক কে যেখান থেকে আমি অনুপ্রেরিত হয়েছি পোষ্টটি লেখার জন্য । ধন্যবাদ প্রিয় টেক । ধন্যবাদ সবাই কে । ভালো থাকবেন সুষ্ঠু থাকবেন । খারাপ কিংবা ভালো কেমন হলো মন্তব্য করতে ভুলবেন না ।

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Vaiya payment pabo ki vabe?

MD Arafat বলেছেন...

SUMAN ROY PRIYO.... আর আপনি কোন সাইটের থেকে মন্তব্যের কথা বলছেন ? ধারাবাহিকতা রাখেন পোষ্টগুলো পাবেন ইনশাল্লাহ । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।