পৃষ্ঠাসমূহ

আসুন সবাই মিলে এসইও শিখি ।। Let's go together to learn SEO [Level-4]

"যা শিখেছি তাই লিখি, চলো সবাই এসইও শিখি"


SEO Learn


হ্যালো সবাই কেমন আছেন  ? ধরে নিলাম ভালোই আছেন । গত বেশ কয়েকদিন সবকিছুই আমার প্রতিকুলে যাচ্ছিল সবকিছু ঠিক করে আগালাম আবার । তাই গ্যাপ হয়ে গেল । 

চলুন পূর্বের বর্বের পর থেকে শুরু করি । আমরা এসইও এর মূল কাজে ঢুকে পড়বো  । আমরা গত পর্বে অনপেজ এর কাজগুলো ধারাবাহিক ভাবে শুধু বর্ননা করেছিলাম । আজ আমরা সেটা শুরু করবো । যারা পূর্বের পর্বগুলো মিস করেছেন তারা নিচ থেকে দেখে নিতে পারেন । 

মেটা ট্যাগ কি ?(What is Meta Tag?) এবং মেটা সাবমি (Meta Submit):
মেটা ট্যাগ বলতে কোড কে বুঝায় ? এখানে আপনি প্রশ্ন করতে পারেন কোড টা কি ? হ্যা এই টুকিটাকি জ্ঞান থাকাটা আমি মনে করি এসইও শিখতে প্রথম আপনাকে জানা প্রয়োজন । কোডিং বা কোডটা হচ্ছে ওয়েব ডেভেলপারদের বা ডিজাইনারদের কাজ । তবুও এটা সম্পর্কে একটু ধারণা রাখা দরকার আপনারও। আসলে আমরা আমাদের চোখে যে এটা সুন্দর সাজানোা গোছানো ওয়েব সাইট দেখতে পাই সেটা আসলে কিছু কাজ করার ফলে এটির রূপ দেয় । কিছু লেখা, কিছু কমান্ড ইত্যাদির মাধ্যমে এমরা এটা দেখতে পাই । চলুন সেটা বিষয় একটু জানি । আপনি প্রথমে যে কোন একটা সাইট ব্রাউজ করেন । এখন আপনি ওয়েব পেজে আপনার মাউস থাকা অবস্থায় মাউসের ডান বাটুনটা ক্লিক করুন । সেখানে একটা লেখা আছে View Page Source ক্লি করুন । দেখতে পাবেন একটা নতুন উনডো লেখা আছে । যেটাত আপনি দেখতে পাবেন অনেক ইংরেজি লেখা যেটার বেশির ভাগ মানেই আপনি জানেন না । হ্যা এগুলোই হচ্ছে ট্যাগ বা কোড । আর এসইও এর জন্য যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেটাকে মেটা কোড বা মেটা ট্যাগ বলে ।
আমরা চলুন দেখেনেই কিভাবে আপন আপনি আপনার সাইটে মেটা সাবমিট করবেন । এখানে একটা কথা বলে রাখি কিভাবে এসইও করবো সম্পূর্ন পর্বগুলো ব্লগ সাইটের জন্য দেখাবো । ওয়ার্ড প্রেস কিংবা অন্য গুলোর জন্য আমাকে ইনবক্স করুন অথবা অপেক্ষা করতে হবে পরবর্তী এই বিষয়ে টিউটোরিয়াল কখন আসে । পারলে প্রথমে একটা ব্লগ সাইট খুলে নিন । না পারলে গুগলে সার্চ দিয়ে দেখে করে নিতে পারেন । এই বিষয়টি নিয়ে পরবর্তীতে লেখার আগ্রহ আছে । ধরে নিলাম আপনার একটা ব্লগ সাইট আছে এবং সেটাতে যথেষ্ট আমরা আমাদের এসইও-এর প্রথম কাজ সেরে ফেলবো ।
 অামরা আমাদের এই ব্লগটা নিয়ে কাজ করবো প্রাক্টিসের জন্য: free movie downloads zone

নিচের কোডটি দেখুনঃ 

<meta charset="UTF-8" />

<meta name="description" content="many peoples are finding a best movie download zone. for i create a blog free movie download zone, form this they can get more. movie" />

<meta name="keywords" content="free movie, free full movie, free full movie download, movie download, action movie, hindi movie, free movie download, latest movie, movie online, English movie," />

<meta name="author" content="md arafat hossin" />

ভাবতে পারেন এগুলো আবার কি লেখা ? প্রথমে এগুলো কপি করে আপনার পিসি থেকে নোটপ্যাডে নিন । আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে খেয়াল করুন < > এটা ট্যাগ শুরু এবং শেষে করে দেয় । প্রথমে meta charset এটা আমরা কোন পরিবর্তন করবো না । দ্বিতীয় ট্যাগে আসুন এখানে আমরা প্রথমে  " " এই দুই কোডং দুটির মাঝে কি লেখা আছে সেটা খেয়াল করবেন । দুই কোডিং এর মাঝে দেখুন লেখা আছে "description" অর্থাৎ বর্ননা দিবেন  আপনি সাইটা কি সম্পকিত করছেন ইতাদি বিষয়গুলো লিখবেন যেখান আমি লিখেছি many peoples are finding............ আপনি আপনার সাইটের জন্য লিখবেন । তারপর লেখা আছে "keywords" আশাকরি কিওয়ার্ড সম্পর্কে আপনাদের আর বলা লাগবেনা যারা জানেন না তারো নিচের পূর্বের পর্বগুলো থেকে জেনে নিতে পারেন । এবং সর্ব শেষে অাছে "author" অর্থাৎ মালিক কে ? অাপনি যদি আপনি ওনার হন তবে আনরান নামটা দিবে ন। এটা খুব গুরুত্বপূর্ন না ।

জে.এস.সি ও জে.ডি.সি ২০১৫ এর পরীক্ষার রুটিন ডাউলোড করুন (JSC & JDC exam 2015 Routine Download)

জে এস সি পরীক্ষা ২০১৫ এর রুটিন ডাউলোড
JSC exam 2015 Routine download



জে.ডি.সি পরীক্ষা ২০১৫ এর রুটিন ডাউনলোড করুন
JDC exam routine 2015 Download




সবার আগে রেজাল্ট পেতে ব্লগে এক্টিভ থাকুন



আসুন সবাই মিলে এসইও শিখি ।। Let's go together to learn SEO [Level-3]

"যা শিখেছি তাই লিখি, সবাই মিলে এসইও শিখি"
SEO Tutorial
কথা বললে অনেক ভূমিকা নেওয়া হয়ে যাবে । তবে চলেন বেশি ভূমিকা না নিয়ে সরাসরিক কাজের মধ্যে ঢুকে যাই ।

কি-ওয়ার্ড রিসার্চ (Key Word):
যারা এসইও করতে আসবে তাদের কে অবশ্যই কি ওয়ার্ড সম্পর্কে অবগত হতে হবে । কি-ওয়ার্ড কি জিনিস? কি-ওয়ার্ড হচ্ছে একটা অক্ষর সেটা এক বা একাধিক হতে পারে । যে অক্ষর বা Word দিয়ে সার্চ করে একজন ভিজিটর বা তথ্য সংগ্রহকারী তার তথ্য খুজে বের করতে চাই সেটাই হচ্ছে একটা কি-ওয়ার্ড । সেই ধরে নিন আপনি সার্চ করলেন “ছেলেদের সুন্দর নামের অর্থ” এখানে ‘ছেলেদের’ ‘সুন্দর’ ‘নামের’ ‘অর্থ’ প্রতিটা একটা একটা আলাদা কি-ওয়ার্ড । এখন আপনি একটা সাইট বানাতে চাচ্ছেন তবে আপনাকে কাঙ্খিত কি-ওয়ার্ড খুজে বের করতে হবে । এখানে কাঙ্খিত কি-ওয়ার্ড কি ? সেটা দিয়ে মানুষ স্বাভাবিক সার্চ করে  এমন ধরনের কি-ওয়ার্ড । আপনি যদি আপনার সাইটের জন্য সেই কাঙ্খিত কি-ওয়র্ডটি না খুজে বের করেন তবে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসতে অনেক সমস্যা হবে কিংবা আসবে কি তারো ঠিক নাই ।
এখন বলতে পারে আমি কিভাবে সেই কাঙ্খিত কি-ওয়ার্ডটি খুজে বের করবেন ? তবে চলুন সেটা দেখা যাক । প্রথমে আপনাকে গুগলের একটা টুল ব্যবহার করবেন । সেইটির জন্য আমার https://adwords.google.com/ko/KeywordPlanner এই লিংকে গিয়ে জিমেল এ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবো । তারপর নিচের চিত্রগুলো অনুসরন করুন ।


SEO Tutorial


চিত্র-১

চিত্র-১: উপরে চিত্রে যেখানে লাল বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়েছে যেখানে ক্লিক করুন এবং পরবর্তী চিত্র অনুসরণ করুন ।
 
 
SEO Tutorial

 চিত্র-২

চিত্র-২: চিত্রের প্রথম যেখানে বক্সের মধ্যে লেখা আছে Student Portal ঐখানে আপনি যে কি-ওয়ার্ড দ্বারা সাইট খুলতে চাইচ্ছেন সেই কি-ওয়া্র্ড প্রবেশ করুন । এবং দ্বিতীয় চিহ্নিত স্থানে আপনি যদি চান সারা বিশ্বের ঐ কি-ওয়ার্ডে কেমন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তির তথ্য। [2015-16 National University Honors 1st year admissions information]

National University

অনার্স ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি কার্যক্রম প্রথম বারের মতো জাতীয় বিশ্ববিদ্যায়ের অন্যান্য কোর্সের নিয়মে শুরুর ঘোষনা দিয়েছে জাতীয় বিশ্বাবিদ্যালয়ের কতৃপক্ষ । ঘোষনা অনুযায়ী এবারের এসএসসি ও এইচএএসি এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে । ১ আক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে । ভর্তির হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই হবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করেছে । শিক্ষার মানন্নোয়নে ২০১৮ সালের মধ্যেভাগ হতে বিশ্ববিদ্যালয়কে সম্পর্ণ সেশনজট মুক্ত করা হবে । এরই প্রক্ষিতে এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ভিত্তিতে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ ১ম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি নিচে তুলে দেওয়া হলোঃ

আসুন সবাই মিলে এসইও শিখি ।। Let's go together to learn SEO [Level-2]

"যা শিখেছি তাই লিখি, সবাই মিলে এসইও শিখি"
বেশি কথা না বলে চলুন দেখি আজ কি শেখা যায় ।

SERP কি ? 
SERP  হচ্ছে Search Engine Result Page । অর্থাৎ মনে করে আপনি "ছেলেদের সুন্দর নামের অর্থ" অথবা "Learn SEO" লিখে সার্চ করলেন দেখলেন সেখানে ১০টা পেজটা সাইট সম্বলিত একটি পেজ এসেছে । আর এটাই হলো SERP  অথবা Search Engine Result Page । অর্থাৎ সোজা কথাই বলতে গেলে সার্চের পর যে পেজটি আপনাকে শো করানো হয় সেটাই গুগল কিংবা অন্য সার্চ ইঞ্জিনের SERP । বুঝতে সমস্যা হলে চিনের চিত্র টি একটু খেয়াল করুন । 

SERP

গুনে দেখবেন আপনি যখন সার্চ করবে আপনার SERP তে ১০টি পেজ শো করে । আর সর্বনিচে ১,২,৩, ৪ এভাবে অনেক পেজের সিরিয়াল দেওয়া থাকে । কিন্তু আপনি বা আমি কি করি যখন যে বিষয়টি নিয়ে সার্চ করি দেখি প্রথম পেজে সেই রকম কোন রেজাল্ট শো করেছি কি না । যদি না করে তবে নতুন পেজে যাই অথবা অন্য কোনো টপিস্ক নিয়ে সার্চ করি তবে দেখাযা্য় আমি নিজের কথাই বলি অন্য পেজে আর না গিয়ে অন্য টপিস্ক নিয়ে সার্চ করি। তাহলে আপনার যদি একটা সাইট থাকে তবে সেটাকে SERP-তে প্রথমে শো করাতে হবে তা না হলে আমার মতো কছিু গন্ড মুর্খ ভিজিটর আপনার সেইটে ভিড়বে না । আর SEOএর মূল লক্ষ্য হলো SERP-এর প্রথম পেজে আপনার পোজ নিয়ে আসা। আসুন তবে দেখা যাক ভবিষ্যতে কি দাড়ায় । 

এসইও-এর গুরুত্ব কি? 
আপনি যে এসইও করবেন সেটার গুরুত্ব আপনার কাছে গুরুত্ব কতটুকু ? তার আগে একটু ভেবে নিন ধরুন আপনি আপনার নামের অর্থ জানেন না আপনি লিখে সার্চ করলেন যে, "নামের অর্থ" (আমার সাইটের সার্চ বার বার দিচ্ছি এটাভাবে না আবার) দেখবেন কি সুন্দর আপনার নামের জন্য কিছু সাইট হাজির হয়েগেছে তখন আপনি আপনার প্রয়োজনীয় নামটির অর্থ অনেকগুলো সাইট ঘেটে বের করলেন এবং আপনার গুরুত্ব মেটালেন । আমি ধরলাম আমার একটা গেমের কোম্পানী আছে যেখানে নতুন নতুন কম্পিউটার কিংবা মোবাইল গেম বাজার জাত করা হয়। তখন আমি কি করবো আমার পন্যটা প্রকাশের জন্য  একটি সাইট খুলবো এবং সেই সাইটটি গুগলকে সাবমিট করবো এবং সেটার মাধ্যমে কিছু ক্রেতার আশা করবো । এখন যদি আমার পেজটা মানুষ যদি সার্চ করে গুগলের প্রথম পেজ কিংবা মোটেও না পায় তবে কি হবে ক্রতা কি কেউই আপনার সাইটি সম্পর্কেই জানবে না । আর এটার প্রয়োজনীয়তা গুরুত্ব থেকে কিন্তু এসইও করা । 


কিছু শব্দের সাথে পরিচিত হইঃ
এসইও তে কাজ করতে গেলে কিছু শব্দের সাথে অবশ্যই পরিচিত হতে হবে । আসলে এই পোষ্টটি দেখলে আইটি বাড়ির আব্দুল কাদের ভাই রাগ করবে কি না জানি না । তার থেকে অনুপ্রেরিত হইয়েছি । আসলে তানার তুলনা করা যায় না । আমি শুধু তার কথাগুলো বিভিন্ন ভঙ্গিতে বলছি । আমার এই বলা শুধুই তারই অবদান । তো আসুন পরিচিত হই কিছু শব্দের সাথে । তবে বলে রাখি এসব শব্দের ব্যাবহার ভবিষ্যতে আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে সুধু ভূমিকা নিলাম । যেমন আমি বুঝতে পেরেছি কাদের ভাইয়ের কথা গুলো থেকে । 


1. URL & Link: SEO: করতে এসে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ সেটা মূলত URL & Link এই দুইটা জিনিস কোনটা কি ? সেটা খুই ভালো করে বুঝতে হবে । মনে করেন আমরা যেটা লিখে কোন সাইটে প্রবেশ করি সেটাই হচ্ছে URL যেমন ধরুন আমাদের সাইটে আসতে গেলে লিখতে হবে "http://studentportalbd.blogspot.com/" এটাই হচ্ছে আমাদের সাইটের URL।